ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক, প্রশাসকের পর এবার কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ইনিংস শুরু করছেন প্রিন্স অফ ক্যালকাটা। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হতে চলেছেন সৌরভ। এর আগে আইপিএলে ডিরেক্টর হিসাবে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলেছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে রয়েছেন সৌরভ। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের অর্ধেক মালিকানা রয়েছে তাদের হাতে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকও এই জেএসডব্লিউ স্পোর্টস, সঙ্গী জিএমআর গ্রুপ। তাদের চুক্তি অনুযায়ী প্রতি দুবছরে ম্যানেজমেন্ট হস্তান্তর হয়। এবার যেমন আইপিএলে পুরুষদের দলের দায়িত্বে এসেছে জিএমআর গ্রুপ। আবার জেএসডব্লু গ্রুপ এই দায়িত্বে আসবে ২০২৭ সালে। ততদিনে তারা মহিলাদের দল ও দক্ষিণ আফ্রিকার দলের দায়িত্ব সামলাবে।
যেহেতু এবছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বে জেএসডব্লু স্পোর্টস, তাই সংস্থার ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভকেই বসানো হল হেডকোচের পদে। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন প্রাক্তন ইংরেজ ব্যাটার জোনাথন ট্রট। নতুন কোচকে স্বাগত জানিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের সোশাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়। এই প্রথমবার কোনও পেশাদার দলের কোচের হটসিটে বসলেন মহারাজ।
জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, সামলেছেন বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বও। মাসদুয়েক আগে সৌরভকে প্রশ্ন করা হয়, আগামী দিনে নিজেকে কোন ভূমিকায় দেখতে চান তিনি? সৌরভের জবাব, “আমি কোনওদিন সেভাবে ভাবিনি এসব নিয়ে। নানা ভূমিকাতেই কাজ করেছি। পেশাদার ক্রিকেটের পর বোর্ডের সভাপতি হয়েছি।” প্রশ্ন করা হয়, তাহলে কি ভারতীয় দলের কোচিং করাবেন? সৌরভের জবাব, “দেখা যাক ভবিষ্যতে কী হয়। আমি এখন সবে ৫০। সব সম্ভাবনাই খোলা রাখতে চাই। দেখা যাক কী হয়।” জাতীয় দল না হলেও কোচিং কেরিয়ার শুরু করে দিলেন মহারাজ। তাহলে কি আগামী দিনে ভারতীয় দলের কোচের নাম হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.