ছবি ফাইল
আলাপন সাহা: মার্কিন যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ‘মেজর লিগ ক্রিকেট’-এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও এক ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। বর্তমানে ওই লিগে ছ’টা টিম খেলছে। যার মধ্যে তিনটে ফ্র্যাঞ্চাইজি ভারতের। কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের টিম রয়েছে। দু’বছর পর সেই তালিকায় আরও একটা নাম জুড়তে চলেছে। মেজর ক্রিকেট লিগের আয়োজকরা ঠিক করে ফেলেছেন ২০২৭ থেকে টিমের সংখ্যা বাড়ানো হবে। দু’বছর পর ছয়ের পরিবর্তে আটটা টিম খেলবে। একটি দল যুক্ত হতে চলেছে কানাডা থেকে। ওই টিমটাই কিনতে চলেছে দিল্লি ক্যাপিটালস গ্রুপ।
যা শোনা যাচ্ছে, তাতে জেএসডব্লু মার্কিন ক্রিকেট লিগে টিম কেনার ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছে। কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। জেএসডব্লু-র ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব সামলেছেন। গতবার দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে ছিল জিএমআর গ্রুপ। চুক্তি হয়েছে সেভাবে। আইপিএলে প্রতি দুই বছর অন্তর যা বদলাবে। অর্থাৎ আগামী বছরও আইপিএলে দিল্লি ক্যাপিটালস দেখবে জিএমআর। তার পরের দুই বছর আবার পুরোটাই দেখবে জেসএসডব্লু।
তবে ক্যাপিটালস গ্রুপের বাকি টিমগুলোর ক্ষেত্রে সেই সমস্যা নেই। পুরোটাই দেখে জেএসডব্লু। কোচ নিয়োগ থেকে শুরু করে সব সিদ্ধান্ত নেয় জেএসডব্লু ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে টিম রয়েছে তাদের। প্রিটোরিয়া ক্যাপিটালস। সেই টিমের কোচ করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দিনকয়েক আগে সেটা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে মেজর লিগ ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস যে টিম নিচ্ছে, তার সঙ্গে সৌরভ যে জড়িয়ে থাকবেন, সেটা বলে দেওয়াই যায়।
সূত্র মারফত যা জানা যাচ্ছে, মেজর লিগ ক্রিকেটে জেএসডব্লু-র দল কেনার ব্যাপারে সৌরভের ভূমিকা রয়েছে। কীভাবে কী করা হবে, তার রূপরেখা সৌরভ ঠিক করে দিচ্ছেন। আপাতত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টির লিগের নিলাম পর্ব রয়েছে। যেহেতু সৌরভ এবার হেডকোচ হয়েছেন, ফলে তাঁর পরামর্শমতোই টিম তৈরি হচ্ছে। কাদের নেওয়া হবে, কিংবা বিকল্প হিসেবে কারা থাকবেন, সেটার পরিকল্পনা পুরোপুরি সারা হয়ে গিয়েছে। নিলাম টেবিলে সৌরভ নিজে থাকবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.