Advertisement
Advertisement
Sourav Ganguly

এবার ডনের ভূমিকায় সৌরভ, দাদার মুখে ‘মোনা ডার্লিং’ শুনে শোরগোল নেটদুনিয়ায়

দেখে নিন ভাইরাল ভিডিওটি।

Sourav Ganguly was seen in the advertisement of famous biscuit। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2023 4:19 pm
  • Updated:March 5, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বাঙালি তথা সারা ক্রিকেট দুনিয়ার ‘দাদা’। ব্যাট হাতে বাইশ গজ জয় করেছেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল তৈরি করেছে ইতিহাস। কিন্তু অবসরের পর অন্যান্য ভূমিকাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রিয়েলিটি শো থেকে ধারাভাষ্য, বোর্ডের সভাপতিত্ব- সব সময়ই গড়েছেন সাফল্যের নতুন নতুন নজির। এরই সঙ্গে লাগাতার নানা বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। ক্যামেরার সামনে নানা ভাবে নিজেকে ‘ইম্প্রোভাইজ’ করতে ভালবাসেন তিনি। এবার সৌরভকে দেখা গেল ডনের ভূমিকায়। তাঁর গলায় শোনা গেল বলিউডে মিথ হয়ে যাওয়া ‘মোনা ডার্লিং’ ডাক।

Advertisement

গত শতকের সাতের দশকে খলনায়ক অজিতের মুখে এই ডায়লগ প্রায় কিংবদন্তি হয়ে উঠেছিল। এবার সৌরভকে দেখা গেল সেই ভূমিকায়। এক বিস্কুটের বিজ্ঞাপনে মজাদার ভঙ্গিতে অভিনয় করেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। বিজ্ঞাপনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দাদা। আর তারপরই তা ভাইরাল হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: প্রেমের টানে দুই সন্তানের বাবাকে বিয়ে, দু’মাসেই ভাঙল ভুল! মর্মান্তিক পরিণতি মহিলার]

উল্লেখ্য, ৩১ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রাক্তন বোর্ড সভাপতি এবার দিল্লি ক্যাপিটালসের মেন্টর। আপাতত সৌরভ ব্যস্ত তা নিয়েই। আগামী সপ্তাহেই নতুন অধিনায়ককে বেছে নেবে দিল্লি। তার আগে চর্চায় এই বিস্কুটের বিজ্ঞাপন।

[আরও পড়ুন: পুরুলিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, কৌস্তভের গ্রেপ্তারির প্রশ্নে কী বললেন?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement