ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় গেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার মুম্বইতে বোর্ডের সাধারণ সভায় পদাধিকারীদের নামে সিলমোহর পড়তে চলেছে। তাতে সৌরভের কোনও পদ পাওয়ার কথা নয়। বস্তুত, বাংলার কেউই আর বোর্ডের কোনও পদে থাকছেন না। সেই অভিমানেই কি মুম্বইমুখো হলেন না সিএবি সভাপতি?
আজ বোর্ডের সাধারণ সভায় সিএবির প্রতিনিধিত্ব করার কথা ছিল সৌরভের। একসময় যার নাম প্রবলভাবে ভাসছিল বোর্ড সভাপতি হিসাবে। কিন্তু শেষ ল্যাপের লড়াইয়ে সৌরভ পিছিয়ে পড়েন। অমিত শাহের পছন্দের মিঠুন মানহাসের নামে সিলমোহর দেন। শুধু সৌরভ নন, সিএবির কোনও প্রতিনিধিই বোর্ডের কোনও পদ থাকছেন না। সম্ভবত সেকারণেই বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থার কোনও প্রতিনিধি বোর্ডের বৈঠকে থাকছেন না। অবশ্য বাংলার একজন আজকের বোর্ড মিটিংয়ে থাকতে পারেন। তিনি অভিষেক ডালমিয়া। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলেন। এবারও বোর্ডের বৈঠকে তিনি থাকবেন। তবে সিএবি-র প্রতিনিধি হিসাবে নয়। তিনি থাকবেন এনসিসির প্রতিনিধি হিসাবে।
আজ বোর্ডের বৈঠকে সভাপতি পদে মিঠুন মানহাসের নামে সিলমোহর পড়তে চলেছে। বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নতির সঙ্গে যুক্ত মিঠুন। রঘুরাম ভাট এক সময়ে প্রেসিডেন্টের প্রবল দাবিদার ছিলেন। কিন্তু এখন তিনি সম্ভবত কোষাধ্যক্ষের পদ পাচ্ছেন। রাজীব শুক্লা হয়তো ভাইস প্রেসিডেন্ট পদেই থাকবেন। প্রভতেজ ভাটিয়া সম্ভবত যুগ্ম সচিব। আইপিএল প্রধান হয়তো অরুণ ধুমালই থাকছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.