সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী। পুরীতে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানে সমুদ্রে তাঁদের স্পিডবোট উলটে যায়। তবে বড়সড় বিপদ হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সভাপতি স্নেহাশিস ও তাঁর স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়ের।
জানা যাচ্ছে, একদল ট্যুরিস্টের সঙ্গে স্পিডবোটে উঠেছিলেন তাঁরা। সেখানেই বিপত্তি ঘটে। তার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, একটি স্পিডবোট সমুদ্রে উলটো অবস্থায় ভেসে আছে। লাইফগার্ডদের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁদের। এই নিয়ে স্নেহাশিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এই ঘটনার জন্য অর্পিতা স্পিডবোট চালককেই দায়ী করছেন। তিনি বলেন, “সমুদ্রের পরিস্থিতি উত্তাল ছিল। এই বোটটা ১০জনের জন্য তৈরি। কিন্তু মাত্র তিন-চারজনকে বোটে তোলা হয়। এটাই দিনের শেষ সফর ছিল। আমরা এই নিয়ে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু বোটচালক আমাদের বারবার আশ্বস্ত করেছিল।” তিনি জানান, একটি বড় ঢেউয়ের ধাক্কায় তাঁদের বোটটি বিপদে পড়ে।
তাঁর আরও বক্তব্য, “যদি লাইফগার্ডরা সময়মতো না আসতেন, তাহলে আমাদের বিপদ আরও বাড়তে পারত। ওই ঘটনার কথা মনে করলেই আতঙ্কিত হচ্ছি। আমার মতে, ওই বোটে যদি আরও লোক থাকত, তাহলে বোট উলটে যেত না।” কলকাতায় ফিরে এই ধরনের বিপজ্জনক খেলা বন্ধ করবেন বলে চিঠি দেবেন বলে জানিয়েছেন অর্পিতা। তিনি বলেন, “কর্তৃপক্ষের উচিত এই ধরনের খেলাধুলো বন্ধ করা। আমি কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারকে চিঠি লিখব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.