সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মারণ করোনা ভাইরাস থাবা বসাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবীর শরীরে। আজ, মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
জানা গিয়েছে, জ্বর, সর্দি, কাশি থাকায় নিরূপা গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টেই জানা যায় তিনি কোভিড পজিটিভ (COVID-19)। শ্বাসক্রিয়া স্বাভাবিক রাখার জন্য নাকি অক্সিজেনও দেওয়া হচ্ছে বলে খবর। তবে সার্বিকভাবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর বয়সের কারণে চিন্তিত পরিবার। যদিও এ বিষয়ে সৌরভের পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
এর আগে গতবছর সেপ্টেম্বরে কোভিড পজিটিভ হয়েছিলেন সৌরভের (Sourav Ganguly) মা। করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখনও জ্বর, শ্বাসকষ্ট ছিল তাঁর। সেই সময়েও নিরূপা দেবীকে এই হাসপাতালেই ভরতি করা হয়েছিল। চিকিৎসক সপ্তর্ষি বসুর নেতৃত্বে গঠিত হয়েছিল পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে ইদানীং বাড়িতেই থাকতেন তিনি। বিশেষ বাইরে বেরতেন না। তা সত্ত্বেও মারণ ভাইরাসে সংক্রমিত হলেন।
তবে গঙ্গোপাধ্যায় পরিবারে শুধু তিনি নন, এর আগে করোনা থাবা বসিয়েছে খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরেও। তাঁকেও হাসপাতালে ভরতি হতে হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
উল্লেখ্য, মার্চ-এপ্রিলে রাজ্যে করোনার দাপট কমলেও গত দু’মাস ধরে ফের মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। দিন কয়েক আগেই একধাক্কায় দৈনিক সংক্রমণ পেরিয়েছিল তিন হাজারের গণ্ডি। হু হু করে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। চিন্তায় রাখছে মৃত্যুর হার। তবে শুধু বাংলায় নয়, গোটা দেশেই বেড়েছে সংক্রমণ। তাই মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো প্রাথমিক কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.