Advertisement
Advertisement
WTC final

দিনের শেষে বোলিংয়ে দুরন্ত প্রত্যাবর্তন, WTC ফাইনালে অজিদের দাপটে চাপে দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় দিন সকালে পেস ত্রিফলা সামলে কতক্ষণ টিকবে প্রোটিয়া ইনিংস?

South Africa lost 4 wickets on day 1 of WTC final
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2025 11:58 pm
  • Updated:June 11, 2025 11:58 pm   

অস্ট্রেলিয়া: ২১২(ওয়েবস্টার ৭২, স্মিথ ৬৬, রাবাডা ৫/৫১)
দক্ষিণ আফ্রিকা: ৪৩/৪ (রিকলটন ১৬, স্টার্ক ২/১০)
প্রথম দিনের শেষে ১৬৯ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। 
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর আরেক নাম যেন অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি অজি ব্যাটাররা। কিন্তু শেষবেলায় এসে দলকে ম্যাচে ফেরালেন প্যাট কামিন্স-মিচেল স্টার্করা। দুর্দান্ত বোলিং করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের শেষে কিছুটা ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

বুধবার লর্ডসে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। মেঘলা আবহাওয়ায় শুরু থেকেই প্রোটিয়া পেস ব্যাটারির সামনে সমস্যায় পড়তে দেখা যায় অজি ব্যাটারদের। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন উসমান খোয়াজা। অজি ব্যাটারদের ব্যর্থতার দিনেও অবশ্য উজ্জ্বল স্টিভ স্মিথ। ১১২ বলে ৬৬ রান করেন তিনি। লোয়ার অর্ডারে ৭২ রান করে অজি ইনিংসকে ২০০র গণ্ডি পার করান তরুণ বিউ ওয়েবস্টার। কিন্তু ২০ রানের মধ্যে শেষ পাঁচটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২১২ রানে থেমে যায় অজিদের প্রথম ইনিংস।

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স রাবাডার। দিনের সপ্তম ওভারেই খোয়াজার উইকেট তুলে নেন তিনি। তারপর একে একে গ্রিন, ওয়েবস্টারের উইকেট গিয়েছে রাবাডার ঝুলিতে। অজি অধিনায়ক প্যাট কামিন্সের উইকেটও পেয়েছেন তিনি। এদিন তিন উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন মার্কো জানসেনও। গতবারের চ্যাম্পিয়নকে সওয়া দু’শোর মধ্যে আটকে ফেলায় দক্ষিণ আফ্রিকা ব্রিগেডকে নিয়ে প্রশংসার বন্যা ক্রিকেটমহলে। ম্যাচে আপারহ্যান্ড প্রোটিয়ারাই, এমনটাই মত ছিল ক্রিকেটবোদ্ধাদের।

কিন্তু অস্ট্রেলিয়া অন্যরকম ভেবেছিল। যে পিচে অজি ব্যাটাররা টিকতে পারেনি, সেই পিচে দক্ষিণ আফ্রিকাও যেন টিকতে না পারে-সেরকম সংকল্প নিয়েই যেন মাঠে নেমেছিল কামিন্সের বাহিনী। প্রোটিয়া ইনিংসের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন এডেন মার্করাম। তারপর রায়ান রিকলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস- একে একে ব্যর্থ সকলেই। দিনের শেষে স্কোরবোর্ডে মাত্র ৪৩ রান তুলতে পেরেছে প্রোটিয়ারা। আউট চার ব্যাটার। ডেভিড বেডিংহামের সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক বাভুমা। ইতিমধ্যেই জোড়া উইকেট তুলে নিয়েছেন স্টার্ক। দ্বিতীয় দিন সকালে পেস ত্রিফলা সামলে কতক্ষণ টিকবে প্রোটিয়া ইনিংস?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ