সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজন ভারতীয়র মতোই ক্রিকেট পাগল ছিলেন ঋষি কাপুর (Rishi Kapoor)। খেলা দেখতে এবং খেলা নিয়ে কথা বলতে, দুটোই খুব ভালবাসতেন তিনি। ক্রিকেট নিয়ে তাঁর বহু টুইটও ভাইরাল হয়েছে। ‘ছোটবেলার নায়ক’ এভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন থেকে বর্তমান সব প্রজন্মের তারকারা। টুইট করে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন কুম্বলে থেকে শুরু করে বিরাট, ধাওয়ান পর্যন্ত সকলেই।
Very very sad to hear about the passing away of Rishi ji. I grew up watching his movies and he was always very gracious when we met over the years. May his soul Rest in Peace.
AdvertisementMy heartfelt condolences to Neetu ji, Ranbir and the whole Kapoor family. 🙏
— Sachin Tendulkar (@sachin_rt)
টুইটে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) বলছেন, “ঋষিজির মৃত্যু আমার কাছে অত্যন্ত দুঃসংবাদ। ওঁর সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। যতবার আমাদের দেখা হয়েছে ততবার আন্তরিকতা দেখিয়েছেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। নীতুজি এবং রণবীর-সহ পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাই।” ভারতীয় দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে বলছেন, ‘আমার ছোটবেলার নায়ক চলে গেলেন। আত্মার শান্তি কামনা করি।’
childhood hero…gone..heartfelt condolences to his family and friends.
— Anil Kumble (@anilkumble1074)
This is unreal and unbelievable. Yesterday Irrfan Khan and today Rishi Kapoor ji. It’s hard to accept this as a legend passes away today. My condolences to the family and may his soul rest in peace 😟💔
— Virat Kohli (@imVkohli)
এই প্রজন্মের তারকাদের মধ্যে বিরাট কোহলি টুইট করে বলছেন, “এটা অবিশ্বাস্য, অবাস্তব। গতকাল ইরফান খান আর আজ ঋষিজি! আজ একজন কিংবদন্তির প্রয়াণ হল। এটা মেনে নিতে পারছি না। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল।” শিখর ধাওয়ান বলছেন, “এই খবর হৃদয়বিদারক। ওঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
It’s shocking to hear about the sudden demise of ji. My heartfelt condolences to his family and friends. 🙏🏻 May his soul rest in peace 🙏🏻
— Shikhar Dhawan (@SDhawan25)
Shocking to say the least. Never a dull moment with around. A laugh a minute.
My prayers and thoughts are with Neetu ji, Ranbir and Riddhima. God bless his soul 🙏
— Ravi Shastri (@RaviShastriOfc)
টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী টুইট করে বলছেন, “ওঁর সঙ্গে সবসময় হাসিখুশিতেই সময় কাটত। নীতুজি, রণবীর এবং ঋদ্ধিমার প্রতি আমার সমবেদনা। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন।” পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস, বক্সিং তারকা বিজেন্দর সিং, কুস্তিগির যোগেশ্বর দত্ত-সহ ক্রীড়া জগতের অগণিত তারকা ঋষিজিকে শেষশ্রদ্ধা জানিয়েছেন।
Heart Broken 💔. Terrible week for the World cinema. An era ends with your demise but you will stay in our Hearts forever. My deepest condolences to the Kapoor family.
— Waqar Younis (@waqyounis99)
Shocked to hear of the demise of Irrfan Khan one of the most amazing actor of our time May his work always be remembered and his soul rest in peace 🙏🏽
— Vijender Singh (@boxervijender)
सिनेमा जगत के वरिष्ठ अभिनेता ऋषि कपूर जी का जाना बहुत आहत कर रहा हैं। ईश्वर से प्रार्थना करता हूँ कि दिवंगत आत्मा को शांति प्रदान करे और उनके परिवार को संभल प्रदान करे।
ॐ शांति 🙏🏻— Yogeshwar Dutt (@DuttYogi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.