সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত ইংল্যান্ড সফরের ভারতীয় ‘এ’ দল। মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের নিরিখেই এই দল তৈরি করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। মোট ১৮ জন আছেন এই দলে। ইংল্যান্ডে ভারতের টেস্ট সিরিজ শুরুর আগে দুটি ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল।
তার প্রথম ম্যাচ ৩০ মে, ক্যান্টয়ারবেরির বিরুদ্ধে। দ্বিতীয়টি ৬ জুন নর্থহ্যাম্পটনের বিরুদ্ধে। ২০ জুন থেকে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। ‘এ’ দলে ডাক পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে আছেন ঈশান কিষাণ। যিনি গতবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। আছেন ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরর্ম করা করুণ নায়ারও। দলের সহ-অধিনায়ক ধ্রুব জুড়েল।
India A’s squad for tour of England announced.
All The Details
— BCCI (@BCCI)
একনজরে দেখে নিন ভারতীয় ‘এ’ দল –
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), ধ্রুব জুড়েল (সহ-অধিনায়ক, উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, সরফরাজ় খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, তুষার দেশপাণ্ডে, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার, মানব সুথার, তনুষ কোটিয়ান, আকাশ দীপ, হর্ষিত রানা, খলিল আহমেদ, হর্ষ দুবে ও অনশুল কম্বোজ। এর বাইরে দলে রয়েছেন সাই সুদর্শন ও শুভমান গিল। ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচের আগে তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন।
জানা যাচ্ছে, এই দলের সঙ্গে কোচ গৌতম গম্ভীরও ইংল্যান্ডে যেতে পারেন। গত বছর অজি সফরে যাঁরা দলে ছিলেন, তাঁদের মধ্যে ছয়জন এই দলে আছেন। যদিও কিছুটা আশ্চর্যজনকভাবেই নাম নেই শ্রেয়স আইয়ারের। ঘরোয়া ক্রিকেটে তাঁরও পারফরম্যান্স যথেষ্ট ভালো। অনুমান করা হয়েছিল, রোহিত-বিরাট পরবর্তী জমানায় চতুর্থ স্থানে তাঁকে দেখা যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.