Advertisement
Advertisement
IPL 2025

আইপিএল অভিযান শেষ কামিন্সদের, হায়দরাবাদের পিচকেই দুষছেন কোচ

ব্যাটার-স্পিনাররা পিচ থেকে সাহায্য পায়নি, বলছেন ড্যানিয়েল ভেত্তোরি।

SRH eliminated from IPL 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:May 6, 2025 10:23 am
  • Updated:May 6, 2025 10:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো আইপিএল শেষ গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্লে অফের আশা শেষ হয়ে গেল প্যাট কামিন্সের টিমের। আইপিএল শুরুর আগে অনেকেই ট্রফির দাবিদার হিসাবে ধরেছিলেন অরেঞ্জ আর্মিকে। তবে আইপিএল স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর হেডকোচ ড্যানিয়েল ভেত্তোরি ঘুরিয়ে দোষ দিলেন পিচকেই।

Advertisement

সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কামিন্সের বোলিং দাপটে দিল্লি ক্যাপিটালস ১৩৩/৭-র বেশি তুলতে পারেনি। কামিন্স তিন উইকেট নেন। কিন্তু বৃষ্টি হায়দরাবাদের যাবতীয় আশা শেষ করে দেয়। দিল্লি ইনিংসের পরই বৃষ্টি নামে। তারপর খেলা শুরু করা যায়নি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ার ফলে হায়দরাবাদের পয়েন্ট হল ৭। পরের সব ম্যাচগুলো জিতলেও প্লে অফে যাওয়া সম্ভব নয় অভিষেক শর্মাদের। অন্যদিকে দিল্লির পয়েন্ট ১১ ম্যাচে ১৩।

ম্যাচের পরে ভেত্তোরি বলেন, “প্রত্যেক ম্যাচেই আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চেয়েছিলাম। তবে এবার পিচগুলো বেশ আলাদা ছিল। ব্যাটাররা সুবিধা পায়নি। আমার মনে হয় ছেলেদের মধ্যে রান করার মানসিকতা ছিল, কিন্তু নির্দিষ্ট দিনে কীভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেটা হয়নি।” প্রাক্তন কিউয়ি তারকার কথায়, দুটো পিচ ছিল ২৫০ রান তোলার মতো। কিন্তু বাকি চারটে থেকে সাহায্য পেয়েছে পেসাররা। স্পিনাররাও সেভাবে সাহায্য পায়নি। বরং ফাস্ট বোলাররা প্রথমদিকে ধাক্কা দিয়েছে ব্যাটিং লাইন আপে।

প্রচুর প্রত্যাশা থাকলেও ভক্তদের হতাশ করেছে গতবারের রানার্স আপরা। সেই নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ভেত্তোরি। সোমবার ম্যাচ শেষে তিনি বলেন, “আমাদের অনেক আশা ছিল, তবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি। একসঙ্গে সকলে মিলে ভালো খেলা যায়নি। আজকে আমরা একটা ভালো পারফরম্যান্স শুরু করেছিলাম, কিন্তু সেটা শেষ করা গেল না।” চলতি আইপিএলে ১১টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকায় ৮ নম্বরে রয়েছে তারা। এবারের মতো ট্রফি অধরাই থেকে গেল অরেঞ্জ আর্মির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ