Advertisement
Advertisement
Kavya Maran

সানরাইজার্সের মালকিন হয়েও মিমের বন্যা, কেমন লাগে কাব্য মারানের?

শুধু মালকিন হিসেবে নয়, সানরাইজার্সের সঙ্গে মানসিকভাবেও মিশে গিয়েছেন কাব্য।

SRH owner Kavya Maran addresses why she become queen of Internet memes

ছবি এক্স

Published by: Arpan Das
  • Posted:July 1, 2025 1:50 pm
  • Updated:July 1, 2025 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে প্রচারের আলো থাকে মালকিন কাব্য মারানের দিকেও। তিনি কী করলেন, রাগলেন, হতাশ হলেন, আনন্দে উচ্ছ্বসিত হলেন, সবই ধরা পড়ে ক্যামেরায়। এমনকী সেই নিয়ে মিমও তৈরি হয়। তাতে কেমন লাগে কাব্যর? সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন হায়দরাবাদ মালকিন।

Advertisement

২০২৩-এ আইপিএল নিলামের সময় প্রথম প্রচারের আলোয় আসেন সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারানের কন্যা। তারপর থেকে হায়দরাবাদের ম্যাচ থাকলেই স্টেডিয়ামে দেখা যায় তাঁকে। কাব্য বলছেন, “আমিও নিজের আবেগের সবটা দিয়ে খেলা দেখি। তাই আমার অভিব্যক্তি নিয়ে এত চর্চা হয়। হায়দরাবাদে ম্যাচ থাকলে আমি শুধু একটা জায়গাতেই বসি। আবার যখন আহমেদাবাদ বা চেন্নাইয়ে যাই, তখন বক্সে কিছুটা লুকিয়েই বসি। কিন্তু ক্যামেরাম্যান আমাকে ঠিক খুঁজে নেয়। আর তাতেই আমাকে নিয়ে এত মিম তৈরি হয়।”

এসআরএইচের সঙ্গে শুধু মালকিন হিসেবে নয়, মানসিকভাবেও মিশে গিয়েছেন কাব্য। তিনি বলছেন, “হায়দরাবাদের ম্যাচ থাকলে আমি মনপ্রাণ এক করে খেলি দেখি। দলের সাফল্য-ব্যর্থতার সঙ্গে আমি এক হয়ে যাই।” সেটার একাধিক প্রমাণও আছে। ২০২৪-র আইপিএলের ফাইনালে হেরে যাওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে উজ্জীবিত করেন অরেঞ্জ বাহিনীকে। আবার এবছর একেবারেই সফল হয়নি হায়দরাবাদ। দল যখন মাঠে ব্যর্থ হচ্ছে, তখন কাব্যর অভিব্যক্তি নিয়ে একাধিক মিম হয়েছে। ‘ইয়ে দুখ কাহে খতম নেহি হোতা’, ‘রুলা দিয়া না বেচারি কো’র মতো জনপ্রিয় সংলাপ দিয়ে তৈরি হয়েছে প্রচুর মিম। সিনেমার দৃশ্য তুলে ধরেও মিম বানিয়ে ফেলেছেন নেটিজেনরা।

আইপিএল ছাড়াও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেও দল রয়েছে সানরাইজার্সের। সেখানে অবশ্য ২০২৩ ও ২০২৪, দুবছর খেতাব জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ ফ্র্যাঞ্চাইজি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement