সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। দেশের মাটিতে বিশ্বকাপ চলাকালীন তাঁকে সম্মান জানাতে এগিয়ে এল অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট স্টেডিয়ামের একটা স্ট্যান্ড করা হচ্ছে দেশের প্রাক্তন অধিনায়ক তথা মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজের নামে। সোমবার সেই ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা। তবে এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন স্মৃতি মন্ধানা।
আগামী ১২ অক্টোবর অন্ধ্রপ্রদেশে ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা বিশ্বকাপের ম্যাচ। সেদিন মিতালির নামাঙ্কিত স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, “মিতালি রাজ আমাদের দেশের গর্ব। দেশকে উনি অনেক কিছু দিয়েছেন। তাই আমরা ঠিক করেছি মিতালিকে ওঁর প্রাপ্য সম্মান দেব।” তবে শুধু মিতালি নয়, আরেক প্রাক্তন ক্রিকেট রবি কল্পনার নামেও স্ট্যান্ড হচ্ছে। মিতালির মতো তাঁর কেরিয়ার এতো সফল না হলেও অরুন্ধতী রেড্ডি, এস মেঘনা বা শ্রীচরণির মতো ক্রিকেটারদের তুলে এনেছেন তিনি।
এই দুজন যে সম্মান পেতে চলেছেন, তাঁর নেপথ্যে আছেন স্মৃতি মন্ধানা। অন্ধ্র ক্রিকেট সংস্থার কর্মকর্তা তথা অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, “স্মৃতি মন্ধানার প্রস্তাব সকলের দৃষ্টি আকর্ষণ করে। সেটাকে দ্রুত কার্যকর করে তুলে মহিলা ক্রিকেটের পথিকৃৎদের প্রতই আমাদের সম্মান ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে নিজেদের দায়বদ্ধতা বোঝালাম।”
ইডেনে ইতিমধ্যেই ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড রয়েছে। এবার মিতালির নামেও স্ট্যান্ড হচ্ছে অন্ধ্রে। দুজনেই ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, ভারতীয় ক্রিকেটে এখনও তাঁদের প্রভাব বহাল তবিয়তে রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.