ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য ইংল্যান্ড পাচ্ছে না গাস অ্যাটকিনসন এবং মার্ক উডকে। আইপিএলে চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ছিলেন না জোফরা আর্চারও। তবে জানা গিয়েছে, শুভমান-পন্থদের জব্দ করার জন্য দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন ৩০ বছর বয়সি এই পেসার।
রবিবার রয়েছে ডারহ্যামের বিপক্ষে সাসেক্সের কাউন্টি ম্যাচ। সেই ম্যাচে সাসেক্সের ১২ সদস্যের দলে রয়েছেন আর্চার। ম্যাচটিতে খেললে চার বছর পর কোনও প্রথম শ্রেণির ম্যাচে খেলতে দেখা যাবে তাঁকে। তবে তিনি আদৌ সাসেক্সে খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও ইসিবি স্পষ্ট করে দিয়েছে, সাসেক্সের হয়ে ভালো খেললে দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন তিনি। সূত্রের খবর, ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তাঁকে দলে চাইছেন।
স্টোকসের কথায়, “সাদা জার্সি পরার ব্যাপারে একেবারে মরিয়া হয়ে রয়েছেন আর্চার। ও খেলার মতো জায়গায় আছে। সাদা বলের ক্রিকেটে আর্চার ফর্মেও রয়েছে। আশা করি, দ্বিতীয় টেস্টে ও খেলবে। কিন্তু ওকে নিয়ে তাড়াহুড়ো করলে চলবে না। কারণ ও চোটপ্রবণ। তবে, ওকে পেলে সেটা দলের জন্য তো বটেই ওর জন্যও ভালো। সেক্ষেত্রে আমরা একটা পরিকল্পনা তৈরি করতে পারব। আশা করি ও কাউন্টি ম্যাচে এমন কিছু করে দেখাবে, যাতে ওকে টেস্ট দলে নেওয়া যাবে।”
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি আর্চার। ঘটনাচক্রে সেই ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। অন্যদিকে, সাসেক্সের হয়েও ২০২১-এর মে মাসের পর লাল বলের ক্রিকেটে মাঠে নামেননি তিনি। এরপর চোট আঘাতে ভুগেছেন তিনি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে ছিলেন। এরপর আইপিএলে চোট পাওয়ায় প্রথম টেস্টে নামতে পারেননি। আপাতত তিনি ফিট রয়েছেন বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.