Advertisement
Advertisement
Shubman Gill

এবার দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের নেতৃত্বে গিল, দলে অর্শদীপ-সহ একঝাঁক তারকা

ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্সের পরেও কোনও ছুটি নিচ্ছেন না টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক।

Star-studded team from Uttar Pradesh in Duleep Trophy, led by Shubman Gill

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:August 7, 2025 6:27 pm
  • Updated:August 7, 2025 6:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে ফর্মের তুঙ্গে ছিলেন শুভমান গিল। পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। এমন অসাধারণ পারফরম্যান্সের পরেও কোনও ছুটি নিচ্ছেন না টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। এবার দলীপ ট্রফিতে নর্থ জোনকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। 

Advertisement

দলীপ ট্রফিতে তারকাখচিত দল গড়েছে ১৭ বারের চ্যাম্পিয়ন দল উত্তরাঞ্চল। সেই দলে শুভমান ছাড়াও রয়েছেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানার মতো ক্রিকেটার। ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। ফাইনাল ১৫ সেপ্টেম্বর। কিন্তু উত্তরাঞ্চলের দল ঘোষণার পর প্রশ্ন উঠছে, তাহলে কি গিলকে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে দেখা যাবে না? উল্লেখ্য, ৯ আগস্ট থেকে আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে এশিয়া কাপ।

সাম্প্রতিক সময়ে খুব একটা টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি গিলকে। শেষবার কুড়ি-বিশের ক্রিকেটে নেমেছিলেন ২০২৪-র ৩০ জুলাই। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। যদিও সদ্য সমাপ্তে টেস্ট সিরিজে যেরকম ফর্মে ছিলেন, তাতে নির্বাচকমহল কিছুটা দ্বন্দ্বে ভুগছে। কিন্তু প্রশ্ন হল উত্তরাঞ্চলের হয়ে দলীপ খেললে এশিয়া কাপে কীভাবে খেলবেন গিল? এই নিয়ে দ্বিধায় থাকার প্রয়োজন নেই। বোর্ডের নিয়ম হল, আন্তর্জাতিক ম্যাচের সময় শুভমান সহজেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। অনেকের অনুমান, দলীপ ট্রফিতে একটা ম্যাচ খেলেই হয়তো জাতীয় শিবিরে যোগ দিতে চলে যাবেন গিল। একই নিয়ম প্রযোজ্য বাকি সমস্ত ক্রিকেটারের ক্ষেত্রেও। সেক্ষেত্রে অর্শদীপ সিং এবং হর্ষিত রানারও ভারতীয় দলের হয়ে মাঠে নামতে কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত, এবারের দলীপ ট্রফিতে মধ্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং উত্তর-পূর্বাঞ্চলের মিলিয়ে মোট ছ’টি দল টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। বিসিসিআই চাইছে সমস্ত ক্রিকেটারকে ন্যায্য সুযোগ দিতে।

উত্তরাঞ্চল দল
শুভমান গিল (অধিনায়ক), শুভম খাজুরিয়া, অঙ্কিত কুমার, আয়ুশ বাদোনি, যশ ধুল, অঙ্কিত কলসি, নিশান্ত সিন্ধু, সাহিল লোট্রা, ময়ঙ্ক ডাগর, যুধবীর সিং চরক, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, আকিব নবি, কানহাইয়া ওয়াধাওয়ান (উইকে)।

রিজার্ভ
শুভম অরোরা (উইকেটরক্ষক), জসকরনবীর সিং পল, রবি চৌহান, আবিদ মুশতাক, নিশুঙ্ক বিড়লা, উমর নাজির, দিবেশ শর্মা

শুভমান গিল, অর্শদীপ সিং এবং হর্ষিত রানার পরিবর্ত হিসেবে রয়েছেন শুভম রোহিলা, গুরনুর ব্রার এবং অনুজ ঠাকরাল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ