সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ জুলাই থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। সেখানে কি খেলবেন জশপ্রীত বুমরাহ? ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েই রেখেছেন, বুমরাহ মাত্র তিনটি টেস্ট খেলবেন। কারণ একটাই, ওয়ার্কলোড। কিন্তু সত্যিই কি বুমরাহকে যথেষ্ট ওয়ার্কলোড নিতে হয়? বিশ্বের বাকি পেসারদের তুলনায় সেটা কতটা? কী বলছে তথ্য?
২০২৪-য় টেস্টে মোট ৭৮টি উইকেট তুলেছিলেন। খেলেছিলেন ১৫টি ম্যাচ। তার জন্য একবছরে করেছিলেন ৪১০.৪ ওভার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেছেন ৩৩.৪ ওভার। সেখানে বিশ্বের বাকি পেসাররা কিন্তু অনেকটাই পিছিয়ে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স বা গাস অ্যাটকিনসনরা ৪০০ ওভারের কাছাকাছিই পৌঁছতে পারেননি। একনজরে তালিকা দেখে নেওয়া যাক।
জশপ্রীত বুমরাহ – ৪১০.৪ (৭৮ উইকেট)
মিচেল স্টার্ক – ৩৬২.৩ (৪৮ উইকেট)
প্যাট কামিন্স – ৩৫৯.১ (৫১ উইকেট)
মহম্মদ সিরাজ – ৩৫৫.৩ (৪১ উইকেট)
গাস অ্যাটকিনসন – ৩২৮ (৫৫ উইকেট)
ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাদেজা শুধু ৪০০.১ ওভার বল করেছেন। তবে চিন্তা বাড়াচ্ছে সিরাজের ফর্ম। বুমরাহ না খেললে অর্শদীপ সিং বা আকাশ দীপের মধ্যে কেউ একজন খেলবেন। সেক্ষেত্রে সমস্যা হল, টেস্টের আঙিনায় অর্শদীপ একেবারেই নবাগত। আর আকাশ দীপ আগে কখনও ইংল্যান্ডে খেলেননি। তাছাড়া গড় আহামরি নয় আকাশের।
এর মধ্যে এজবাস্টনে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। সেখানে স্কোয়াডের সবাই উপস্থিত ছিলেন। মহম্মদ সিরাজরা ঘাম ঝরালেও মাঠে নামেননি বুমরাহ। ছিলেন না প্রসিদ্ধ কৃষ্ণও। বরং গৌতম গম্ভীরকে দেখা যায় অর্শদীপ সিং ও আকাশ দীপের সঙ্গে কথা বলতে। তাতেই আরও জল্পনা বাড়ছে বুমরাহকে খেলানো নিয়ে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন শুভমান গিল ও ঋষভ পন্থ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.