সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ শাহিদের কথা মনে আছে? কলকাতার সেই বিস্ময় শিশু ডায়াপার পরে গোটা দুনিয়ার মন জয় করেছে। নিখুঁত ক্রিকেটীয় শট। মাপা কভার ড্রাইভ। সেই শেখ শাহিদে এবার মজলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া (Steve Waugh)। স্টিভ সাড়ে তিন বছরের শিশুটির প্রতিভাতে একটাই মুগ্ধ যে শিশুটির সঙ্গে দেখা করতে সটান চলে গিয়েছেন তার বাড়িতে। তাও আবার সকলের অলক্ষ্যে। কিছুটা সময় কাটিয়ে এসেছেন শেখ শাহিদের সঙ্গে। কলকাতার ডায়াপার কিডের কথা এবার তিনি লিখবেন নিজের বইয়ে।
মাস দুয়েক আগেই শেখ শাহিদের একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা গিয়েছে, যে বয়সে মুখ দিয়ে ঠিক মতো কথা ফোটে না, টলমল পায়ে কোনওক্রমে হাঁটে শিশুরা, সেই বয়সে কিনা ক্রিকেটীয় কপিবুক মেনে এক-একটি শট খেলছে এই খুদে। অবিকল বিরাট কোহলির মতো কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ খেলে শাহিদ মাতিয়ে দিয়েছিল ক্রিকেট মহলকে। তার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে যান কেভিন পিটারসেন, মাইকেল ভন থেকে শুরু করে বিরাট কোহলির মতো তারকারা। কেভিন পিটারসন তো রসিকতার ছলে শাহিদকে ভারতীয় দলে সুযোগ দেওয়ারও প্রস্তাব দেন কোহলিকে।
View this post on Instagram
সেই খুদে ডায়পার কিডের অবিশ্বাস্য প্রতিভায় চমকৃত ও। তিনি হঠাৎই বেহালায় তার বাড়িতে গিয়ে হাজির হন। অপ্রত্যাশিত অতিথিকে চোখের সামনে দেখে খানিকটা অবাকই হয়ে যান শাহিদের বাবা। হতচকিত সমশের শেখকে স্টিভ নিজেই বলেন, তিনি ডায়পার কোহলির সঙ্গে দেখা করতে এসেছেন। এরপর বেশ খানিকটা সময় শাহিদের বাড়িতে কাটান প্রাক্তন অজি অধিনায়ক। শাহিদের বাবাকে তিনি জানিয়ে গিয়েছেন, সাড়ে তিন বছরের খুদের কথা তিনি নিজের বইয়েও লিখবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.