Advertisement
Advertisement
Sanju Samson

গিলের জন্য ভারতীয় দলে অনিশ্চিত সঞ্জু! আগরকরের মন্তব্যের পর দুশ্চিন্তায় অশ্বিন-গাভাসকর

দল ঘোষণায় সঞ্জুকে নিয়ে কী মন্তব্য করেছিলেন প্রধান নির্বাচক আগরকর?

Sunil Gavaskar and Ravichandran Ashwin has difference on Sanju Samson's role in India Team
Published by: Arpan Das
  • Posted:August 20, 2025 3:16 pm
  • Updated:August 20, 2025 3:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরির পর সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে সঞ্জু স্যামসনকে। সেই জায়গা কি হাতছাড়া হতে চলল শুভমান গিল আচমকা দলে ঢুকে পড়ায়? প্রথম একাদশ থেকে ছিটকে না গেলেও ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি হল। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকরের বক্তব্যে তাঁর ইঙ্গিত মিলেছে। রবিচন্দ্রন অশ্বিন থেকে সুনীল গাভাসকর, প্রাক্তন তারকারাও কিন্তু সেটাই মনে করছেন।

Advertisement

শেষ ১০টি ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন সঞ্জু। তবে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রান পাননি ভারতীয় দলের উইকেটকিপার। গৌতম গম্ভীর ওপেনিংয়ে তাঁর উপর ভরসা দেখিয়েছেন। এবার গিল যদি অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন, তাহলে কোপ পড়তে পারে সঞ্জুর উপর। প্রধান নির্বাচক আগরকর তো বলেই দিলেন, “যখন গিল ছিল না, তখন স্যামসন খেলেছে।” তাহলে গিল ফিরে আসতেই কি বাদ সঞ্জু?

রবিচন্দ্রন অশ্বিন সেরকমই মনে করেন। তিনি বলছেন, “দল নির্বাচন নিঃসন্দেহে কঠিন কাজ। শুভমান গিলকে কেন নির্বাচন করা হল, সেটা বুঝতে পারছি। ও সহ-অধিনায়ক। গুজরাটের হয়ে আইপিএলে অনেক রান করেছে। ফলে একটা জিনিস স্পষ্ট, সঞ্জু স্যামসনের জায়গা সংশয়ের মুখে পড়ল। সঞ্জু খেলার সুযোগই পাবে। শুভমান গিল খেলবে, ওপেনও করবে।” তাহলে কিপিং করবেন কে, সেই প্রশ্নের উত্তর দেননি অশ্বিন।

তবে সুনীল গাভাসকর এখনই আশা ছাড়তে নারাজ। তিনি বলছেন, “ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য শুভমান গিল ও অভিষেক শর্মা ওপেন করবে। সঞ্জু স্যামসন দলে থাকবে, কিন্তু ও কোথায় ব্যাটিং করবে, সেটা নির্ভর করবে, দলের পরিস্থিতির উপর।” গাভাসকর ভারতের জন্য এশিয়া কাপে সেরা একাদশও বেছে দিয়েছেন।

গাভাসকরের পছন্দের দল:
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ