সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় কত তাড়াতাড়ি বদলে যায়! এই তো মাস ছয়েক আগেও তিনি ছিলেন ‘স্টুপিড’। সেই তকমাটা দিয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। আর লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর গাভাসকর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিলেন ‘সুপার্ব’। এদিন দ্বিতীয় ইনিংসেও রেকর্ড গড়া সেঞ্চুরির পর সেই গাভাসকরই পন্থকে বললেন ‘সামারসল্ট’ দিতে।
প্রথম ইনিংসে পন্থ করেছিলেন ১৩৪ রান। সেঞ্চুরিটা এসেছিল ছক্কা মেরে। তারপর মাঠেই ‘সামারসল্ট’ বা ডিগবাজি খেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য পন্থ একটু ভিন্ন মেজাজে ছিলেন। ৯৭ থেকে ১০০ রানে পৌঁছতে নিলেন ১০টা বল। না, তবে এদিন আর সামারসল্ট খাননি। যা দেখে সম্ভবত গাভাসকর নিজেও একটু অবাক হন। ধারাভাষ্য ছেড়ে তিনি লিডসের গ্যালারিতে চলে আসেন। হাত ঘুরিয়ে পন্থকে বারবার বলেন সামারসল্ট খেতে। পন্থ যদিও রাজি হননি। বরং বলেন পরে ডিগবাজি খাবেন। অবশেষে ১৪০ বলে ১১৮ রানে আউট হন। মারেন ১৫টি চার ও তিনটি ছক্কা।
তবে নতুন সেলিব্রেশন ছিল পন্থের। ডানহাতের আঙুল ঘুরিয়ে চোখে রেখে নয়া উদযাপন তাঁর। তবে এটাকে ঠিক নয়া বলা যায় না। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের প্রাক্তন ফুটবলার একসময় এই সেলিব্রেশনকে জনপ্রিয় করেছিলেন। ইংল্যান্ডের মাটিতেই পন্থ সেটাকে ফিরে আনলেন।
পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন পন্থ। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে পরপর দুটো ইনিংসে ১০০ করার রেকর্ড ঋষভ পন্থের। এর আগে ১৯৯৫ সালে জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। পন্থ প্রথম ভারতীয় ব্যাটার, যিনি ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন।
What a turn around from,
Stupid! Stupid! Stupid!
To
Sunil Gavaskar asking Rishabh Pant to do Summersault as the hundred celebration ❤️
Rishabh Pant has earned this 🫡🔥
— Lakshay Mehta (@lakshaymehta31)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.