Advertisement
Advertisement

Breaking News

Sunil Gavaskar

আগে ট্রফি জিতলে পদপিষ্টের ঘটনা হত না! শোকবার্তার সঙ্গেই আরসিবি’কে ‘খোঁচা’ গাভাসকরের

গাভাসকরের মতে 'এ সালা কাপ নামদে' স্লোগান বোঝার মতো।

Sunil Gavaskar breaks silence on RCB celebration stampede tragedy
Published by: Arpan Das
  • Posted:June 8, 2025 6:47 pm
  • Updated:June 8, 2025 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি’র ট্রফিজয়ের পর বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১জনের। গোটা ঘটনায় শোকার্ত সুনীল গাভাসকর। প্রয়াতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর মত, আরসিবি যদি আগেই আইপিএল জিততে পারত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না।

Advertisement

১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার পরদিনই বেঙ্গালুরু ফেরে কোহলি অ্যান্ড কোং। গত বুধবার স্টেডিয়ামে যখন ‘আরসিবি বন্দনা’ চলছে, বাইরে তখন পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিত থাকলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। কারণ দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। এমনকী বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

গাভাসকর বলছেন, “যদি আরসিবি প্রথম কয়েক বছরের মধ্যে ট্রফি জিতত, তাহলে এভাবে আবেগের বহিঃপ্রকাশ ঘটত না। ১৮ বছরের অপেক্ষার পর ওরা ট্রফি জিতেছে। অন্য দলগুলোও আইপিএল জিতেছে। কিন্তু তাদের সেলিব্রেশনে এরকম পাগলামি ছিল না। কারণ তাদের ভক্তদের এতদিন অপেক্ষা করতে হয়নি।”

এতদিন ধরে আরসিবি সমর্থকরা বলতেন ‘এ সালা কাপ নামদে’। যার অর্থ, ‘এবছর কাপ আমাদের হবে’। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর সেই স্লোগান হয়ে গিয়েছে, ‘এ সালা কাপ নামদু’। অর্থাৎ এবছর কাপ আমাদের হয়েছে। গাভাসকরের বক্তব্য, এই স্লোগান প্লেয়ারদের উৎসাহ জোগায় না। বরং চাপ তৈরি করে। তিনি বলেন, “এবছর কিন্তু এই স্লোগানটা কম আলোচিত হয়েছে। আরসিবি’ও ভালো খেলেছে।” তবে গাভাসকর সেভাবে সমর্থকদের দোষ দিতে চাইছেন না। এত বছরের অপেক্ষার পর তারা তো নায়কদের ছুঁতে বা ছবি তুলতে চাইবেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement