ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। ভারতীয় উইকেটকিপার ব্যাট করতে নামবেন কি না, সেই সংশয় ছিল। পন্থ অবশ্য সব সংশয় উড়িয়ে ব্যাট হাতে নেমেছিলেন। গুরুত্বপূর্ণ ৭৪ রানও করেন। কিন্তু তাঁকে সমস্যায় ফেলার জন্য ইংরেজ বোলাররা বারবার ‘বডিলাইন’ করছিলেন। যা নিয়ে রেগে আগুন সুনীল গাভাসকর।
তিনি বলছেন, “৫৬ শতাংশ শর্ট বল করা হয়েছে। চারজন ফিল্ডার বাউন্ডারিতে অপেক্ষা করছিল। আমার মতে, এটা ক্রিকেটই নয়। যখন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা শর্ট বল করতেন, তখন ওভারে দুটো বাউন্সার আনা হয়েছিল। সেটা ওয়েস্ট ইন্ডিজের শক্তি কমানোর জন্য। এখন দেখছি, ক্রমাগত বাউন্সার করা হচ্ছে। লেগ সাইডে ছ’জনের বেশি ফিল্ডার থাকা উচিত নয়। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় যদি এটা দেখে থাকে, তাহলে আমি বলব, এটা যেন নাহয়, সেটা দেখতে।” উল্লেখ্য, আইসিসি’র পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক। এই কমিটি বিশ্বজুড়ে ক্রিকেটের গুণমান দেখভাল করা ও ভবিষ্যতের রূপরেখা নির্মাণের কাজ করবে।
প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর সাত ওভার খেলার পরেই আচমকা চোট পান পন্থ। ৩৪ তম ওভারের প্রথম বলটি লেগ সাইড ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, সেটা থামাতে গিয়েই বাঁহাতে চোট লাগে ভারতীয় সহ-অধিনায়কের। সঙ্গে সঙ্গে ব্যথা কমানোর ওষুধ স্প্রে করা হয়। পাঁচবল পরেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সেখানে নামেন ‘বদলি’ উইকেটকিপার ধ্রুব জুরেল। ব্যাটিংয়ের সময়ও আঙুলের চোট যে ভোগাচ্ছিল, তা অত্যন্ত স্পষ্ট। পরে অবশ্য পন্থও হাত খোলা শুরু করেন। মারেন আটটি চার ও দুটি ছক্কা। আঙুলে চোট নিয়েও যে লড়াইটা চালাচ্ছিলেন, তা থামল ৭৪ রানে। তবে আর্চারদের বাউন্সারে নয়, লাঞ্চের ঠিক আগে পন্থ রান আউট হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.