Advertisement
Advertisement
Shubman Gill

টিমটা গম্ভীরের না গিলের? দল নির্বাচনের প্রশ্ন তুলে অধিনায়ককে ‘স্বাবলম্বী’ হওয়ার ডাক গাভাসকরের

কুলদীপ যাদবকে বসিয়ে রাখার সিদ্ধান্ত কার?

Sunil Gavaskar said Shubman Gill should take the lead of India Team over Gautam Gambhir
Published by: Arpan Das
  • Posted:July 27, 2025 4:14 pm
  • Updated:July 27, 2025 4:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অংশুল কাম্বোজকে খেলিয়ে কেন কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারকে বসিয়ে রাখা হল, তাতে প্রাক্তনীরা অসন্তুষ্ট। কিন্তু এই সিদ্ধান্ত কি অধিনায়ক শুভমান গিলের নাকি কোচ গৌতম গম্ভীরের? সেই চর্চার‍ মধ্যেই গিলকে কার্যত ‘স্বাবলম্বী’ হতে বললেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর।

Advertisement

কুলদীপ যাদবকে বসিয়ে রাখার যুক্তি হিসেবে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, “এই মুহূর্তে আমরা চাইছি দলের ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করতে। এই পরিস্থিতিতে কুলদীপ দলে এলে ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই সেটা সম্ভব হচ্ছে না।” তবে এই ধরনের সিদ্ধান্ত আদৌ গিলের কি না, সেই প্রশ্ন তুলছেন অনেকে। সেটা যদি নাহয়, তাহলে কি গম্ভীরের কথা শুনতে বাধ্য হচ্ছেন গিল?

হর্ষ ভোগলে যেমন গাভাসকরকে প্রশ্ন করেন, “গৌতম গম্ভীর বা অন্য কোনও কোচকে গিয়ে শুভমান গিল যদি প্রশ্ন করেন, ‘এটা কি আদৌ আমার দল?’ কাজটা কি কঠিন না সহজ?” জবাবে গাভাসকর বলেন, “আমাদের সময়ে কোচ ছিলেন না। তখন প্রাক্তন প্লেয়ার বা ম্যানেজাররা ছিলেন, যাদের কাছে গিয়ে পরামর্শ চাওয়া যেত। ফলে কোচ আর অধিনায়কের এই যুগলবন্দীটা আমি ঠিক বুঝি না।”

গাভাসকরের সংযোজন, “দিনের শেষে দলটা অধিনায়কের। গিল কুলদীপ যাদবকে দলে চায়নি, এটা কেউ বলতে পারবে না। ওকে এই দলে রাখা উচিত ছিল। গিল অধিনায়ক। লোকে ওর নেতৃত্ব নিয়েই কথা বলবে। হয়তো এই গল্পগুলো বাইরে বেরোবে না। কিন্তু বাস্তবটা হল অধিনায়ককেই সমস্ত দায়িত্ব নিতে হয়। ওর নেতৃত্বেই তো সবাই খেলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ