সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনকাশন সাব বিতর্কে উত্তাল ক্রিকেটমহল। শিবম দুবের সমতুল্য পরিবর্ত হিসাবে হর্ষিত রানাকে খেলানোটা ঠিক কিনা, সেই নিয়ে জোর চর্চা। এবার সেই বিতর্ক নিয়ে ভারতীয় দলকেই তোপ দাগলেন সুনীল গাভাসকর। তাঁর মতে, দুবে এবং রানাকে কখনই সমতুল্য ক্রিকেটার বলা যায় না। তাছাড়া ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। টিম ইন্ডিয়ার ম্যাচ জেতা নিয়ে কোনও কালিমা যেন না থাকে।
পুণেতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। সেখানে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিবম। শেষ ওভারে তাঁর হেলমেটে একটি বাউন্সার আছড়ে পড়ে। চোট পরীক্ষার পর খেলা চালানোর অনুমতিও মেলে। কিন্তু পরে শিবমের পরিবর্ত হিসেবে নামানো হয় হর্ষিতকে। আইসিসির নিয়ম অনুযায়ী ‘কনকাশন সাব’-এর ক্ষেত্রে দুই ক্রিকেটারকে সমতুল্য হতে হবে। কিন্তু রানা এবং শিবম সমতুল্য নয় বলেই প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে ভারতের সাফাই, ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার গোটা বিষয়টি নিয়ে একটি সংবাদপত্রের কলামে ক্ষোভ উগরে দিয়েছেন লিটল মাস্টার। তিনি বলেন, “শিবম দুবের হেলমেটে বল লাগলেও শেষ পর্যন্ত ব্যাট করেছে। ফলে কনকাশন হয়নি। তাই পরিবর্ত ক্রিকেটার নামানোও উচিত ছিল না। একান্তই কেউ নামলে তাকে দিয়ে শুধু ফিল্ডিং করানো যেত, বোলিং নয়।”
কিংবদন্তি ক্রিকেটারের কথায়, “সমতুল্য ক্রিকেটার হিসাবে কখনই শিবম এবং হর্ষিতকে একসারিতে রাখা যায় না। রসিকতা হিসাবে বলা যেতে পারে দুজনের উচ্চতা একইরকম। ফিল্ডার হিসাবেও দুজন সমমানের। কিন্তু কখনই ওদের সমতুল্য বলা যায় না। তাই এই বিষয়টি নিয়ে সরব হওয়ার যথেষ্ট অধিকার রয়েছে ইংল্যান্ডের।” গাভাসকরের মতে, ভারতীয় দল অসাধারণ। তাই মেন ইন ব্লুর জয়ে কোনওরকম কালিমা থাকা উচিত নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.