Advertisement
Advertisement
Sunil Gavaskar

এবার কনকাশন সাব নিয়ে সরব গাভাসকর, অবিলম্বে আইসিসি’তে কমিটি গঠনের দাবি

আইসিসি কি নতুন কোনও নিয়ম আনবে?

Sunil Gavaskar speaks out on concussion Sub, demands immediate formation of committee in ICC

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 26, 2025 7:23 pm
  • Updated:July 26, 2025 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা গেল, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কিন্তু এরপরেও ব্যাট করতে নামেন তিনি। অনেকেই বলছেন, নিয়মের গেরোয় ব্যাট করতে হয়েছে পন্থকে। যা নিয়ে সোচ্চার হয়েছেন অনেকে। এবার কি সেই নিয়ম বদলাতে চলেছে আইসিসি? এ নিয়ে এবার সোচ্চার হলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি কনকাশন সাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement

সনি স্পোর্টসের এক সাক্ষাৎকারে সানি বলেন, “এক্ষেত্রে লাইক-ফর-লাইক বদলি দেওয়া হচ্ছে। এমনি আমার সব সময় মনে হয়। মনে হয় অযোগ্যতার জন্য এমন বিকল্প দেওয়া হচ্ছে। কিন্তু শর্ট পিচ বোলিং ভালোভাবে খেলতে না পারলে টেস্ট খেলার দরকার নেই। টেনিস বা গলফ খেললেই তো হয়। আপনি এমন একজনের জন্য একই রকমের বিকল্প দিচ্ছেন যিনি শর্ট বল খেলতে পারেন না এবং আঘাত পান।”

ওয়ানক্রিকেটের প্রতিবেদন অনুসারে, গাভাসকর সাক্ষাৎকারে আরও বলেন, “এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে পন্থ চোট পেয়েছে। এমন ক্ষেত্রে পরিবর্ত থাকা উচিত। এ ব্যাপারে আইসিসি’তে একটা কমিটি গঠন করা হোক। আমরা চাই না, এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলুক, ভারত এরকম পরিস্থিতিতে পড়ায় এমন বলছে। সেই কারণেই চাইছি, এক্ষেত্রে পৃথক কমিটি গঠিত হোক। সেখানে চিকিৎসকরাও থাকতে পারেন।”

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পন্থের ঘটনার পর বদলি প্লেয়ারের নিয়ম বদলানোর কথা ভাবছে আইসিসি। ক্রিকেট নিয়ামক সংস্থার এক সূত্র জানিয়েছেন, “একটা সম্ভাবনা আছে যে, দলগুলো এবার শরীরের বাইরের অংশেও গুরুতর চোটের ক্ষেত্রে বদলি খেলাতে পারবে। বিষয়টা এখনও আলোচনার স্তরে আছে। পরের আইসিসির ক্রিকেট কমিটির মিটিংয়ে আশা করা হচ্ছে এই নিয়ে কথা হবে।” উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে পুরনো নিয়ম খুব দ্রুত বদলাতে চলেছে। চলতি বছরের অক্টোবর থেকে নতুন নিয়ম লাঘু হবে। যেখানে ম্যাচের মধ্যে বা তার আগে অনুশীলনের সময় কোনও প্লেয়ার গুরুতর আহত হলে, বাকি ম্যাচে ওই ভূমিকার প্লেয়ারকে খেলানো যাবে। অর্থাৎ লাইক ফর লাইক চেঞ্জ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আদৌ এই নিয়ম চালু হবে কি না, তা এখনও ভাবনাচিন্তার স্তরে। এই পরিস্থিতিতে উঠে এল গাভাসকরের মন্তব্য। এখন দেখার, তাঁর কথায় আইসিসি’র তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement