সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় খেলাধুলোর ইতিহাসে একমাত্র একজনই ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তিনি শচীন তেণ্ডুলকর। এবার কি বিরাট কোহলিকেও দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া উচিত? সেই আর্জি জানাচ্ছেন সুরেশ রায়না। ক্রিকেটে কোহলির অবদানের জন্য ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার।
সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। দেশের হয়ে তিনি প্রায় সব ট্রফিই জিতেছেন। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। সুরেশ রায়নার বক্তব্য, “কোহলি দেশের হয়ে যা অর্জন করেছে, ভারত ও ভারতের ক্রিকেটের জন্য কোহলি যা করেছে, তাতে ওকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত। ভারত সরকারের উচিত ওকে ভারতরত্ন দেওয়া।”
টেস্ট ক্রিকেটে ১২৩ ম্যাচে ৯২৩০ রান করেছেন কোহলি। রয়েছে ৩০টি সেঞ্চুরি। অন্যদিকে শচীন তেণ্ডুলকর ২০১৪ সালে ভারতরত্ন পান। দেশের সর্বকনিষ্ঠ হিসেবে এই সম্মান পেয়েছিলেন তিনি। শচীন ছাড়া আর কোনও ক্রীড়াবিদ এই সম্মানে ভূষিত হননি।
১২ মে ইনস্টাগ্রামে পোস্ট করে লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়ে ছিলেন কোহলি। অজি সফরই তাঁর শেষ টেস্ট টুর্নামেন্ট। অর্থাৎ কোনও বিদায়ী ম্যাচ পাচ্ছেন না কোহলি। সেটা নিয়েও আক্ষেপ রয়েছে রায়নার। তিনি বলছেন, “আমার মনে হয়, দিল্লিকে একটা বিদায়ী ম্যাচ ওর পাওয়া উচিত। কোহলির পরিবার ও কোচ সমর্থন জোগাতে আসত। দেশের হয়ে এত কিছু করার পর, একটা বিদায়ী ম্যাচ ওর প্রাপ্য ছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.