Advertisement
Advertisement
Asia Cup

নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে সূর্য! ভারত-পাক ম্যাচে আগ্রাসী হওয়ার বার্তা ভারত অধিনায়কের

সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়কের থেকে দূরত্ব বজায় রেখেছেন সূর্যকুমার।

Surya Kumar Yadav in pc before Asia Cup, shook hands with Mohsin Naqvi
Published by: Anwesha Adhikary
  • Posted:September 9, 2025 2:58 pm
  • Updated:September 9, 2025 2:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের বাকি এখনও ৫ দিন। কিন্তু এশিয়া কাপ শুরুর দিনেই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ বাড়তে শুরু করল দুবাইয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা সাফ জানিয়ে দিলেন, ভারত-পাক ম্যাচে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা থাকবেই। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটতে পারে মাঠের মধ্যেও। এরই মধ্যে পাক মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে জড়িয়েছেন সূর্য।

Advertisement

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে ভারত এবং পাকিস্তানের অধিনায়ককে পাশাপাশি বসানো হয়নি। সূর্য এবং সলমনের মাঝে বসেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। যদিও প্রচারের আলো ছিল ভারত এবং পাক অধিনায়কদের উপরে। সূত্রের খবর, সৌজন্য মেনে হাত মেলানো বা জড়িয়ে ধরা-কিছুই করতে দেখা যায়নি সূর্য এবং সলমনকে। কিন্তু পাক মন্ত্রী নকভির সঙ্গে কেন হাত মেলালেন সূর্য, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভারত-পাক ম্যাচে প্রবল উত্তেজনা থাকবে, একথা মেনে নিয়েছেন দুই দলের অধিনায়কই। সূর্যকুমার বলেন, “মাঠে নামলে আগ্রাসন তো থাকবেই। আগ্রাসন ছাড়া খেলাধুলো হয় না। কোনও ক্রিকেটারকে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না, কারণ প্রত্যেকে আলাদা মানুষ। প্রত্যেকেই জানে কীভাবে নিজের সেরাটা বের করে আনতে হয়।” পাক অধিনায়ক সলমনের কথায়, “মাঠে কেউ আগ্রাসী হতে চাইলে হতেই পারে। বিশেষত ফাস্ট বোলারদের আগ্রাসন খুবই প্রয়োজন। আমার তরফ থেকে আমি কাউকে আগ্রাসী হতে বারণ করব না।”

পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার পুরুষদের ক্রিকেটে মুখোমুখি ভারত-পাক। অবসরপ্রাপ্তদের লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারত। দুই দেশের মধ্যে রণংদেহি মেজাজ এখনও জারি রয়েছে। সবমিলিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনার আঁচ লাগতে চলেছে ক্রিকেটারদের গায়েও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ