সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মধ্যে তাঁর ব্যাটিং হাসি ফোটায় ভক্তকুলের মুখে। তবে এবার মাঠের বাইরেও দারুণ ইনিংস খেললেন তিনি-সূর্যকুমার যাদব। তারকা ক্রিকেটার হিসাবে নয়, এই ইনিংসটা খেললেন পুত্র হিসাবে, বাবার অবসরগ্রহণের দিন। তারকা ব্যাটারের ছোট্ট বক্তৃতায় মুগ্ধ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আমজনতা সকলেই।
সূর্যর বাবা অশোক কুমার যাদব দীর্ঘদিন ধরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বিজ্ঞানী হিসাবে কর্মরত ছিলেন। গতমাসে অবসর নিয়েছেন তিনি। সেই সময়ে আইপিএলের তুমুল ব্যস্ততার সত্ত্বেও বাবার অবসর নেওয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন সূর্য। সেখানে ছোট্ট বক্তৃতা দেন ভারতের টি-২০ অধিনায়ক। সেই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তারপর থেকেই সূর্যর মিষ্টি মন্তব্যে মজেছে নেটদুনিয়া।
অশোকের কর্মজীবনের বেশ কিছু মুহূর্ত দেখানো হয়েছিল অবসরের দিন। সেই দেখে সূর্য বলেন, “আমি জানতাম না বাবা গান গাইতে পারেন। আমি বা আমার বোন থাকলে বাবা কখনই গাইত না। তবে সকলের আড়ালে হয়তো মায়ের জন্য কিছু গান শুনিয়েছেন। বাবা এখন তোমার কাছে অনেক সময় রয়েছে, সারাদিন মা’কে গান শোনাতে পারবে।”
প্রিয় ‘পাপা’কে নিজের জীবনের সুপারম্যান তকমা দিয়েছেন স্কাই। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “প্রথম থেকে বাবা আমার পাশে ছিলেন। আমার টিফিন নিয়ে যেতেন, স্কুল-কলেজে পৌঁছে দিতেন যেন আমি পালিয়ে না আসি। বাবাই আমার জীবনের সুপারম্যান। এখন বাবার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমার মা সারাজীবন বাবাকে শক্তি জুগিয়েছেন, এখন তিনি বাবার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন।” বক্তৃতার শেষে স্কাই বলেন, “বাবা, চলো এবার বাড়ি ফিরি।” বিদায়ী অনুষ্ঠানে সূর্যর স্ত্রী,মা-সহ গোটা পরিবার হাজির ছিলেন।
Suryakumar Yadav Giving beautiful speech on his father retirement day.
— ⁴⁵ (@rushiii_12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.