সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ক্রিকেট ইস জেন্টলম্যানস গেম। তবে ব্যাটে-বলে যুদ্ধের মাঝে আগ্রাসন দেখে অনেক সময় ক্রিকেটপ্রেমীরা দাবি করেন, ‘ভদ্রতা’ হারাচ্ছে ক্রিকেট। কিন্তু বুধবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচ চলাকালীন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য প্রমাণ করে দিলেন, বহু যুগ কেটে গেলেও, বহু বিবর্তন ঘটে গেলেও ক্রিকেট এখনও জেন্টলম্যানস গেম। এদিন মাঠে তাঁর আচরণ ক্রিকেটপ্রেমীদের মন জিতেছে।
ঠিক কী করেছেন ভারত অধিনায়ক? ঘটনার সূত্রপাত ১৩তম ওভারে। তখন বল করতে আসেন শিবম দুবে। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। দু’বল পরে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি জুনেইদ সিদ্দিকি। সঙ্গে সঙ্গে বল ধরে নিয়ে উইকেটে ছুড়ে দেন সঞ্জু স্যামসন। জুনেইদ ক্রিজের বাইরে থাকাকালীনই সঞ্জুর থ্রোয়ে উইকেট ভেঙে যায়। অর্থাৎ নিয়ম অনুযায়ী জুনেইদ আউট। সেই সিদ্ধান্তই জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার।
কিন্তু হঠাৎই দেখা যায়, আম্পায়ারের সঙ্গে কথা বলছেন সূর্য। আউটের আবেদন প্রত্যাহার করে নেন। আবারও ব্যাট করতে ফেরেন জুনেইদ। কিন্তু কেন এমনটা করলেন ভারত অধিনায়ক? আসলে আউট হওয়ার বলটির ঠিক আগেই জুনেইদের কোমরে গোঁজা তোয়ালে মাঠে পড়ে যায়। তাতে হয়তো কিছুটা সমস্যা হয়েছিল আমিরশাহীর ক্রিকেটারের। সেই সমস্যাটি আম্পায়ারকে বলতে গিয়েই ভুলবশত ক্রিজ থেকে বেরিয়ে যান জুনেইদ। সেই বিষয়টি মাথায় রেখেই আউট প্রত্যাহার করেন সূর্য।
তবে জুনেইদ ব্যাট করার সুযোগ পেয়েও আমিরশাহীর কোনও লাভ হয়নি। ৫৭ রানে অলআউট হয়ে যায় দল। মাত্র ৫৮ রানের টার্গেট ভারত হাসতে হাসতে তুলে দেয়। ওপেন করতে নেমে মাত্র ১৬ বলে ৩০ রান করে অভিষেক শর্মা। মাত্র ৯ বলে ২০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের সহঅধিনায়ক শুভমান গিল। কিন্তু আলাদা করে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে সূর্যর এই আচরণ। মাঠেই হাততালি দিয়ে দর্শকরা ভারত অধিনায়ককে কুর্নিশ জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.