সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি দেশের অধিনায়ক। তবে অন্য দুই ফরম্যাটে জাতীয় দলে সুযোগ পান না। টেস্ট ক্রিকেটে তো জাতীয় দলের চৌহদ্দিতেই নেই। এসবের মধ্যেই মুম্বই ক্রিকেট সংস্থা শুক্রবার সূর্যকে নিজেদের রনজি দল থেকেও বাদ দিয়েছে সূর্যকুমার যাদবকে। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, তাহলে কি ঘরোয়া ক্রিকেটেও সূর্য অধ্যায়ে ইতি! লালবলের ক্রিকেটে কি আর দেখাই যাবে না ভারতের টি-২০ অধিনায়ককে?
প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। ৩৫ বছরের সূর্য জাতীয় টেস্ট দলের ধারেকাছে নেই। মুম্বইয়ের হয়ে রনজিতে মাঝে মাঝে খেলেন বটে, তবে পারফরম্যান্স আহামরি নয়। গত মরশুমে মাত্র তিনটি ম্যাচে খেলেছিলেন সূর্য। ১০৮ রান করেছিলেন। হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে করা ৭০ রানই সর্বোচ্চ। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৬টি ম্যাচে ৫৭৫৮ রান করেছেন। ১৪টি শতরান রয়েছে। ভারতের হয়ে মাত্র একটিই টেস্ট খেলেছেন।
শুক্রবার মুম্বই প্রথম রনজি ম্যাচের জন্য যে ১৬ জনের দল ঘোষণা করেছে তাতে সূর্যর নাম নেই। দলের অধিনায়ক বদল হয়েছে। অজিঙ্ক রাহানের বদলে এসেছেন শার্দূল ঠাকুর। তবে রাহানে দলে রয়েছেন। দলে রয়েছেন আয়ুষ মাত্রেও। তবে নেই সূর্যর নাম। তাতেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটেও তাঁর কেরিয়ারে ইতি পড়ছে?
যদিও মুম্বই ক্রিকেট সংস্থা অন্য কথা বলছে। এমসিএর সচিব অভয় হড়প বলছেন, “সূর্যকে একেবারেই বাদ দেওয়া হয়নি। এই ম্যাচে ও খেলতে পারবে কি না সেটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। মুম্বই ক্রিকেট সংস্থা ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু ও কিছু জানাতে পারেনি।” পাওয়া যাবে কিনা, এই নিয়ে স্পষ্টতা না থাকায় সূর্যকে রনজির প্রথম রাউন্ডে রাখা হয়নি। পরের রাউন্ডে যদি তিনি খেলতে পারেন, তাহলে তাঁকে দলে রাখা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.