Advertisement
Advertisement
Asia Cup 2025

চ্যাম্পিয়ন হলে নকভির থেকে ট্রফি নেবেন না সূর্যরা! পাকিস্তানের ‘বয়কট’ হুমকিতে পালটা ভারতের

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি আবার পিসিবি'র চেয়ারম্যানও।

Suryakumar Yadav Won't Accept Trophy From Mohsin Naqvi If India Win Asia Cup Final
Published by: Arpan Das
  • Posted:September 15, 2025 8:01 pm
  • Updated:September 15, 2025 8:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের বাইরের লড়াই অনায়াসে জিতেছে ভারত। কিন্তু মাঠের বাইরে ভারত-পাক লড়াই থামার নাম নেই। পাকিস্তান যদি একটা হুমকি দেয়, তো পালটা জবাব দিতে ছাড়ছে না ভারতও। ২৮ সেপ্টেম্বর, এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হলে কীভাবে পাকিস্তানকে উত্তর দিতে হবে, তাও ঠিক করে রেখেছে টিম ইন্ডিয়া।

Advertisement

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। তিনি আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। যদি ভারত চ্যাম্পিয়ন হয়, তাহলে নিয়মমতো তাঁর হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে সূর্যকুমারদের। কিন্তু সত্যিই কি সেটা করবে? না। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, “যদি ভারত ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে যায়, তাহলে প্লেয়াররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসি’র প্রধান হিসেবে ওঁরই ট্রফি হাতে তুলে দেওয়ার কথা।”

রবিবার ম্যাচে পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন।’ তাতে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। পাইক্রফটকে সরানোর দাবিতে অনড় পিসিবি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পাইক্রফটকে না সরানো হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দল নামাবে না তারা।

এর মধ্যে জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেট অপারেশনের প্রধান উসমান ওয়াহলাকে সরিয়ে দিয়েছে। হ্যান্ডশেক বিতর্ক হওয়ার ক্ষেত্রে পিসিবি তাঁর উপরও দোষ চাপাচ্ছে। কেন আরও সুষ্ঠুভাবে ও বিতর্কহীনভাবে ম্যাচটি সম্পন্ন হল না, সেটা উসমানের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ