সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্সের পর ছ’মাস অতিক্রান্ত। কিন্তু বিতর্ক আর থামছে কোথায়? সম্প্রতি ডিভোর্স অধ্যায় নিয়ে মুখ খুলেছেন ধনশ্রী। আর তাতে চাহালের প্রাক্তনীর পাশে দাঁড়াচ্ছেন ভারতীয় দলের আরেক ক্রিকেটারের স্ত্রী। তিনি আর কেউ নন, টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের স্ত্রী দিবিকা শেট্টি।
২০ মার্চ উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স হয় চাহাল ও ধনশ্রীর। কে দায়ী, কে ঠিক, কে ভুল, এই সব নিয়ে দুপক্ষই ঠারেঠোরে মন্তব্য করেছেন। চাহাল বেশ কয়েকদিন আগেই এক পডকাস্টে ‘আত্মপক্ষসমর্থন’ করেছেন। সম্প্রতি পালটা দিয়েছেন ধনশ্রীও। গোটা ঘটনায় ধনশ্রীর পাশে দাঁড়াচ্ছেন দিবিকা। সোশাল মিডিয়ায় ধনশ্রীর পডকাস্টের একটি স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছেন, ‘তোমার জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’ নেটদুনিয়ার অনেকেই চাহালের প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন।
দিবিকার পোস্টের পরই জল্পনা, ভারতীয় দলের দুই তারকার মধ্যে সম্পর্ক ঠিক আছে তো? চাহাল দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে। পারফরম্যান্সের গ্রাফও ক্রমশ নামছে। এশিয়া কাপের দলেও সুযোগ পাননি। যেখানে অধিনায়ক সূর্যকুমার যাদব।
উল্লেখ্য, ধনশ্রী সাম্প্রতিক পডকাস্টে বলেছেন, “ব্যক্তিগত জীবন বলে একটা কথা আছে। সেটাকে ব্যক্তিগত রাখাই ভালো। কয়েনের দুটো দিক হয়। এক হাতে তো তালি বাজে না। আমি কিছু বলছি না মানে এই নয়, আমাকে নিয়ে সবাই কথা বলতে পারবে।”
বিবাহবিচ্ছেদের দিন আদালত চত্বরে চাহাল যে কালো টি-শার্টটা পরে আসেন, তাতে লেখা ছিল, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। সম্ভবত ধনশ্রীর ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশকে ব্যঙ্গ করেছিলেন তিনি। যা নিয়ে ধনশ্রী বলছেন, “ডিভোর্সটা কি সেলিব্রেশন নাকি? বিষয়টা দুঃখজনক। আমি দেখিনি ও কী পরে এসেছিল। পরে জানতে পেরে আমার খুব খারাপ লেগেছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.