সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড়সড় চমক। বলা ভালো, অপ্রত্যাশিত মোচড়। বাদ দেওয়া হল প্রতিভাবান উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে। লিটনের জায়গায় সুযোগ দেওয়া হল সৌম্য সরকারকে।
বিসিবি সূত্রের দাবি, সম্প্রতি লিটনের ফর্ম ভালো যাচ্ছিল না। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। গত ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই লিটনের। সর্বশেষ অর্ধশতরান করেছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫। তাছাড়া ওয়ানডেতে তিনি এখন উইকেটকিপিংও করেন না। তাই ফর্মের বিচারেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। যদিও এর মধ্যে টি-২০ ক্রিকেটে ভালো ফর্ম দেখিয়েছেন লিটন। তাঁর নেতৃত্বে সিরিজও জিতেছে দল।
লিটন বাদে দলের সিনিয়র তারকা শাকিব আল হাসানকেও রাখা হয়নি। আসলে সম্প্রতি সন্দেহজনক অ্যাকশনের জন্য শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। সম্ভবত সেকারণেই তাঁকে দলে রাখা হল না। টেস্ট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। এখন তাঁর দেশে ঢোকা নিষিদ্ধ। ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা ছিল তাঁর। সেই ইচ্ছা পূরণ হল না। এবার সম্ভবত পুরোপুরি অবসর নেওয়া ছাড়া আর কোনও বিকল্প রইল না শাকিবের কাছে। এছাড়া তামিম ইকবাল অবসর নেওয়ায় তাঁকে দলে রাখতে পারেননি বাংলাদেশের নির্বাচকরা।
বাংলাদেশের ১৫ সদস্যের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.