ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মরশুমে পা দিতে চলেছে টি-টোয়েন্টি মুম্বই লিগ। আইপিএলের মাঝেই এই লিগ নিয়ে উত্তেজনা চরমে। আর হবে নাই বা কেন? সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে থেকে শ্রেয়স আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন এই লিগে। আটজন ‘আইকন’ ক্রিকেটার কে কোন দলে খেলবে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে।
তবে এখনও বাকি প্লেয়ারদের নিলাম হয়নি। সেটা হবে ৭ মে। অর্থাৎ যেদিন ইডেনে নাইটরা সিএসকে’র বিরুদ্ধে মহারণে নামবে, সেদিনই হবে টি-টোয়েন্টি মুম্বই লিগের নিলাম। এই লিগের ‘মুখ’ রোহিত শর্মা। মাঝে কয়েক বছর এই লিগ বন্ধ ছিল। শুক্রবার আটটি দল ঘোষণা করে দিয়েছে তাদের ‘আইকন’ প্লেয়াররা কারা হচ্ছেন। তাঁদের মূল্য ২০ লক্ষ টাকা। একনজরে দেখে নেওয়া যাক, কে কোন দলে আছেন?
পৃথ্বী শ – নর্থ মুম্বই প্যান্থার্স
শিবম দুবে – এআরসিএস আন্ধেরি
সূর্যকুমার যাদব – ট্রায়াম্ফ নাইটস মুম্বাই নর্থ ইস্ট
অজিঙ্ক রাহানে – বান্দ্রা ব্লাস্টার্স
শার্দূল ঠাকুর – ঈগল থানে স্ট্রাইকার্স
সরফরাজ খান – আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্বস
শ্রেয়স আইয়ার – সোবো মুম্বাই ফ্যালকন্স
তুষার দেশপাণ্ডে – মুম্বাই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস
এই নিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক বলছেন, “প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তারকাদের ‘আইকন’ প্লেয়ার বেছে নিয়েছে। আসন্ন মেগা নিলামে তারা এবার শক্তিশালী দল তৈরি করবে। টি-টোয়েন্টি মুম্বই লিগ তরুণ খেলোয়াড়দের খুঁজে, তাঁদের প্রতিভা বিকাশের আদর্শ মঞ্চ করে দেয়। আমরা একেবারে তৃণমূল স্তরে কাজ করছি।” টুর্নামেন্টের সব ম্যাচই হবে ওয়াংখেড়েতে। ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.