সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুপিসারে বাগদান সেরে ফেলেছেন অর্জুন তেণ্ডুলকর। তারপর থেকেই জোর চর্চা চলছে শচীন তেণ্ডুলকরের হবু পুত্রবধূকে নিয়ে। নেটিজেনদের প্রশ্ন, কে এই সানিয়া চন্দোক? তরুণী এই ব্যবসায়ী আসলে মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এই ঘাই পরিবার। এবার শচীনের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়ালেন বিখ্যাত শিল্পপতি রবি ঘাই।
হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। বিদেশে পড়াশোনার পর দেশে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরেন রবি। তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে কোয়ালিটি আইসক্রিম। এছাড়াও বিখ্যাত আইসক্রিম কোম্পানি বাস্কিন রবিনসকে সার্ক দেশগুলিতে আনার নেপথ্যেও রবির হাত রয়েছে। বর্তমানে গ্র্যাভিস গ্রুপের হসপিটালিটি বিভাগের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে রয়েছেন অর্জুনের হবু দাদাশ্বশুর।
ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সানিয়াও। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ে জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত। তবে সানিয়া ঘাই পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত কিনা তা জানা যায়নি। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন তিনি। তবে সোশাল মিডিয়ায় মাঝে মাঝে তাঁকে দেখা গিয়েছে শচীনকন্যা সারার সঙ্গে।
উল্লেখ্য, বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। ২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। তবে ২০২২ সালে তিনি চলে যান গোয়ায়। পরে গোয়ার হয়েই তিনি রনজি খেলেন। তাঁর ফার্স্ট ক্লাস অভিষেকও গোয়ার জার্সিতেই। বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবেই খেলেন অর্জুন। আইপিএলে তিনি রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে। তবে প্রথম একাদশে তাঁকে নিয়মিত দেখা যায় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.