ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন একবছরও হয়নি। এবার ক্রিকেট প্রশাসনে আসতে চান বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। বিসিবি’র আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চান তামিম। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলে সে দেশের ক্রিকেটকে ৮-১০ বছরের জন্য সুপ্রতিষ্ঠিত করে দিতে চান প্রাক্তন তারকা।
বিসিবির শেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। অর্থাৎ চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। নিয়ম অনুসারে, নির্বাচনের ৩০ দিন আগে থেকে সমস্ত প্রক্রিয়া শুরু করতে হবে। এর আগে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। এখন বোর্ড সভাপতির দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে জানা যাচ্ছে, তিনি নির্বাচনে দাঁড়ানো নিয়ে খুব একটা আগ্রহী নন।
বাংলাদেশ ক্রিকেটের নিয়ম হচ্ছে, আগে পরিচালক পদে নির্বাচিত হতে হয়। সরাসরি সভাপতি হওয়া যায় না। তামিমও সেই পথেই এগোচ্ছেন। তিনি জানান, “আগে থেকেই বলা যায় না, সভাপতি হব কি না। কিন্তু যদি জিজ্ঞেস করেন, পরিচালক হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াব কি না, তাহলে বলব ভালো সম্ভাবনা আছে। যদি আমি পরিচালক হিসেবে যথেষ্ট সমর্থন পাই, তাহলে হয়তো সভাপতির জন্য দাঁড়াতে পারি। বাকিটা পরে দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেটের ভালো করার জন্য বড় দায়িত্বে আসা দরকার।”
বিসিবির সভাপতি হলে কোন বিষয়ে নজর দিতে চান প্রাক্তন বাঁ-হাতি ওপেনার? তিনি বলছেন, ‘আমি দুই-তিনটি বিষয়ে মনোযোগ দিতে চাই। সবচেয়ে জরুরি হল পরিকাঠামো উন্নয়ন। খেলোয়াড় ও কোচরা থাকলেও তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। বিপিএল বা ডিপিএল চলাকালীন একটাই মাঠে সাতটা দল অনুশীলন করে। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। আমি সুযোগ পেলে পরের চার বছরে এমন কিছু করতে চাই, যাতে বাংলাদেশ ক্রিকেট ৮-১০ বছর এগিয়ে যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.