ছবি এক্স
স্টাফ রিপোর্টার: এশিয়া কাপ জিতে সদ্য দেশে ফিরেছেন। কিন্তু বিশ্রামের তেমন সুযোগ নেই। দেশে ফিরে মাঠে নেমে পড়লেন শুভমান গিলরা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। যার শুরুটা হচ্ছে ২ অক্টোবর থেকে আহমেদাবাদে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই প্রথম হোম সিরিজ ভারতীয় টিমের কাছে। এর আগে ইংল্যান্ড থেকে সিরিজ ড্র করে ফিরেছেন শুভমানরা।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টো টেস্ট রয়েছে। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। নভেম্বরে আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তবে শুভমানদের যাবতীয় ফোকাস এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেই। টেস্ট শুরুর আগেও আহমেদাবাদের পিচে ভালোরকম ঘাস রয়েছে। তবে ম্যাচে যে এতটা থাকবে না, সেটা বলে দেওয়া যায়।
ভারতীয় টিম ম্যানেজমেন্টও তাই প্রথম এগারো নিয়ে কিছুটা ধোঁয়াশায়। ব্যাটিং অর্ডার মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। ঋষভ পন্থের জায়গায় ধ্রুব জুরেল খেলবেন। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, দু’জন অলরাউন্ডার থাকছেন। এখন অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবের মধ্যে একজনকে খেলানো হবে।
প্রথম দিনের অনুশীলনে জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সামনে ঠাসা ক্রীড়াসূচি। হয়তো সেই কারণেই ভারতীয় দলের এই তিন তারকাকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অধিনায়ক হিসাবে এটাই প্রথম হোম সিরিজ শুভমান গিলের। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসাবে রবীন্দ্র জাদেজার এটাই প্রথম সিরিজ। ইংল্যান্ডে গিলের নেতৃত্বে সিরিজ অমীমাংসিত রেখে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। তাঁর লক্ষ্য থাকবে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পোক্ত করা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.