Advertisement
Advertisement
Asia Cup

আজ শুরু এশিয়া কাপ, বিশ্বজয়ী ভারতীয় কোচের বিরুদ্ধে অভিযান শুরু করবেন সূর্যরা

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে আফগানিস্তান-হংকং।

Team India gears up for first match, Asia Cup begins today
Published by: Anwesha Adhikary
  • Posted:September 9, 2025 10:06 am
  • Updated:September 9, 2025 10:33 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপের লড়াই। ভারত নামবে তার পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে আফগানিস্তান। তাদের প্রতিপক্ষ হংকং। ভারতীয় শিবিরের খবর বলতে, আলোচনা শুধু একজনকে নিয়ে। সঞ্জু সামসন। শেষ কয়েকটা সিরিজে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন সঞ্জু। কিন্তু এশিয়া কাপের পরিস্থিতি একটু আলাদা। শুভমান গিল টিমে এসেছেন। ফলে ধরেই নেওয়া হচ্ছে অভিষেকের সঙ্গে ওপেন করতে যাবেন গিল।

Advertisement

প্রশ্ন হল- সঞ্জু খেললে তাঁর ব্যাটিং স্লট কী হবে? অনেকেই বলছেন, যদি লোয়ার অর্ডারে খেলাতে হয়, তাহলে জিতেশ শর্মাকে খেলানো হোক। সোমবার প্র্যাকটিসে বড় ছন্নছাড়া মেজাজে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সঞ্জুকে। একা-একা ফিল্ডিং ড্রিল করলেন কিছুক্ষণ। কিপিং করলেন, সেটাও একাকী। তবে পরের দিকে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে দেখা গেল সঞ্জুর সঙ্গে মিনিট তিনেক কথা বলতে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এমনিতে প্রতিপক্ষ হিসেবে আমিরশাহী আহামরি একদমই নয়। সূর্যকুমার যাদবদের আসল লড়াই শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। যে ম্যাচে টিম ইন্ডিয়া খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। আমিরশাহী ম্যাচটাকে একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে-‘ভারত বনাম ভারত’। কারণ আমিরশাহীর কোচের দায়িত্বে এক ভারতীয়। যিনি ভারতের কোচ থাকাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। লালচাঁদ রাজপুত।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজপুত বলেন, “ভারত দুর্দান্ত টিম। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আমাদের টিমের কাছে দারুণ একটা সুযোগ। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে যা কিছু ঘটতে পারে। ম্যাচের দিন যারা ভালো খেলবে, তারাই জিতবে। একজন ব্যাটার কিংবা একজন বোলার একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমাদের টিম ভয়ডরহীন ক্রিকেট খেলবে। আমাদের ব্যাটিং ইউনিট খুব শক্তিশালী। দলে ভালো স্পিনার রয়েছে। একটু নার্ভাসনেস থাকবে। তবে ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের টিম একেবারে তৈরি।”

আজ এশিয়া কাপে
আফগানিস্তান বনাম হংকং
আবুধাবি, রাত ৮.০০ সোনি টেন স্পোর্টস 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ