ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কে ক্রমেই নাটকীয় হয়ে উঠছে এশিয়া কাপ। ম্যাচ বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছে পাকিস্তান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার কার্যত পাশাপাশি মাঠে অনুশীলনে নামল পাকিস্তান এবং ভারত। তবে সূত্রের খবর, পাকিস্তানি নেট বোলারদের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে সূর্যকুমার যাদবদের। পাক নেট বোলারদের জন্য বিশেষ কড়াকড়িও করা হয়েছে বলে সূত্রের খবর।
রবিবার ভারত-পাক ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পালটা বিসিসিআই জানিয়ে দেয়, ম্যাচ শেষে হ্যান্ডশেক করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই কোথাও। তবে ম্যাচ রেফারির বিরুদ্ধে সরাসরি আইসিসি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে পিসিবি। সবমিলিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা তুঙ্গে।
এহেন পরিস্থিতিতে মঙ্গলবার অনুশীলনে নেমেছিল দুই দেশ। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে হালকা ফুটবল খেলে গা ঘামাচ্ছিলেন সলমন আলি আঘারা। সেই সময়েই কিছুটা দূরে পুরোদমে অনুশীলনে নামে টিম ইন্ডিয়া। ব্রঙ্কো রান করেন শুভমান গিল এবং অভিষেক শর্মা। কিন্তু দুই দলের ক্রিকেটারদের মধ্যে সাক্ষাৎ হয়নি বলেই সূত্রের খবর। উল্লেখ্য, বুধবার ভারতীয় দলের অনুশীলন আচমকাই বাতিল করে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলন একেবারে শেষ মুহুর্তে বাতিল করা হয়।
তবে আইসিসি অ্যাকাডেমির নেট বোলারদের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি করা হয়েছে পাকিস্তানিদের জন্য। আইসিসি অ্যাকাডেমিতে নানা দেশের বোলাররাই থাকেন। যেমন ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলের নেট বোলার ছিলেন পাক পেসার হ্যারিস রউফ। উদীয়মান বোলারদের সঙ্গে ছবি তোলা-কথা বলার মতো বিষয়গুলিও তারকা ক্রিকেটারদের মধ্যে খুবই প্রচলিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাক নেট বোলারদের থেকে দূরে থাকতে। এমনকী পাক নেট বোলারদের ফোনও আলাদা করে জমা রাখতে হচ্ছে, যেন তাঁরা কোনও ছবি তুলতে না পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.