ছবি: দেবাশিস সেন।
ভারত: ২৬৪/৪ (সুদর্শন ৬১, যশস্বী ৫৮, স্টোকস ২/৪৭)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ হারলেই সিরিজ হার। মরণবাঁচন লড়াইয়ে বুধবার ম্যাঞ্চেস্টারে নেমেছিল ভারত। কিন্তু বাজবলের যুগে বেশ মন্থর গতিতে ইনিংস গড়লেন যশস্বী জয়সওয়ালরা। ফলে প্রথম দিনের শেষে আড়াইশোর খানিক পরে গিয়ে থামল টিম ইন্ডিয়া। তবে শুভমান গিলদের কাছে ইংরেজ বোলিং লাইন আপের থেকেও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন ঋষভ পন্থ। চোট পেয়ে এদিন মাঠ ছেড়েছেন তিনি। দ্বিতীয় দিন তাঁর ব্যাটিং নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।
বুধবার টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এমনিতে ম্যাঞ্চেস্টারে বরাবরই পেসাররা একটু বাড়তি সুবিধা পান। তার উপর আবার টানা আকাশ মেঘলা। স্বাভাবিকভাবেই নতুন বলে সুইং সামলানোটা চ্যালেঞ্জিং ছিল ওপেনারদের কাছে। কিন্তু সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন রাহুল-যশস্বী জুটি। প্রথম সেশন উইকেট না খুইয়ে পার করেন তাঁরা। ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু মধ্যাহ্নভোজের ঠিক পরে উইকেট খোয়ান দু’জনেই।
সিরিজ বাঁচানোর টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ব্যর্থ হলেন ভারত অধিনায়ক শুভমান গিল। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১২ রান করে বেন স্টোকসের বলে আউট হয়ে যান তিনি। তবে এই টেস্টে ফের সুযোগ পাওয়া সাই সুদর্শন নজর কেড়েছেন এদিন। স্টোকসের বলে আউট হওয়ার আগে ৬১ রান করেন তিনি। পন্থের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপও গড়েন। কিন্তু পন্থ মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই আউট হয়ে যান সাই। তবে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম হাফসেঞ্চুরিটি এদিন করেছেন তিনি।
ভারতের রানের ছন্দ আটকে যায় পন্থের চোটের পরেই। ৬৮ তম ওভারে ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে যান পন্থ। সেই শটের সময়েই সম্ভবত প্রচণ্ড জোরে পন্থের পা মচকে যায়। পায়ে হেঁটে মাঠ ছেড়ে বেরতেও পারেননি তিনি। মাঠের গাড়িতে চাপিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। দ্বিতীয় দিনে তিনি আদৌ ব্যাট করতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পন্থ না থাকার অর্থ ভারতের রান অনেকখানি কমে যাওয়া, সেকথা বলাই বাহুল্য। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর। দু’জনেরই সংগ্রহ ১৯ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.