Advertisement
Advertisement
King Charles III

ইংল্যান্ডের রাজাকে দেশভাগ নিয়ে বই উপহার বিসিসিআই সহ-সভাপতির, কী কথা হল সিরাজদের সঙ্গে?

আকাশ দীপের দিদির অসুস্থতা নিয়ে খোঁজ নিলেন রাজা তৃতীয় চার্লস।

Team India met King Charles III and BCCI vice president Rajeev Shukla presents him a book on partition
Published by: Arpan Das
  • Posted:July 16, 2025 10:32 am
  • Updated:July 16, 2025 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট সিরিজের ফাঁকে লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল। রাজ-সাক্ষাতে মুগ্ধ ভারতীয় দল। দলের সদস্যরা ছাড়াও ছিলেন কোচ ও বিসিসিআই কর্তাব্যক্তিরা। সেখানে রাজা তৃতীয় চার্লসকে দেশভাগ নিয়ে বই উপহার দেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল। দলের সকলের সঙ্গেই কথা বলেন ইংল্যান্ডের রাজা। তিনি খোঁজ নিলেন আকাশ দীপের দিদির অসুস্থতা নিয়ে। কথা বললেন লর্ডস টেস্টে মহম্মদ সিরাজের দুর্ভাগ্যজনক আউট নিয়েও।

Advertisement

মঙ্গলবার সেন্ট জেমস প্যালেসে রাজা তৃতীয় চার্লস পুরুষ ও মহিলা ভারতীয় দলকে আমন্ত্রণ জানান। পরে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেন, “প্লেয়াররা খুব খুশি। তিনি সব প্লেয়ারদের সঙ্গে কথা বলেন। তিনি আমাকে ও রাজীব সাইকিয়াকে জিজ্ঞেস করেন, অরুণ জেটলিকে চিনি কি না? আমরা জানাই যে অরুণ জেটলি প্রয়াত। উনি সমবেদনা জানান। আকাশ দীপের দিদির অসুস্থতার বিষয়েও খোঁজখবর নেন।” উল্লেখ্য, ভারতীয় দলের পেসারের দিদি ক্যানসারে আক্রান্ত।

রাজ-সাক্ষাতে রাজীব শুক্ল তৃতীয় চার্লসের হাতে দেশভাগ নিয়ে তাঁর বই ‘স্কারস অফ ১৯৪৭: রিয়াল পার্টিশন স্টোরিস’ তুলে দেন। স্বাধীনতার পর দেশভাগে ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিয়ে এই বইটি রচিত। এর বাইরে লর্ডস টেস্টের খুঁটিনাটি নিয়েও কথা বলেন ইংল্যান্ডের রাজা। ভারত অধিনায়ক শুভমান গিল জানান, “উনি বলেন যে, যেভাবে আমাদের শেষ উইকেটটি পড়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওভাবে হারায়, আমরা কতটা কষ্ট পেয়েছি, সেটা জানতে চান। আমরা জানাই যে, গোটা ঘটনাটাই দুর্ভাগ্যজনক। বিষয়টা আমাদের পক্ষেও যেতে পারত। আশা করি পরের ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গে থাকবে।” লর্ডস টেস্ট ২২ রানে হারে ভারত। শেষ পর্যন্ত লড়াই চালান মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। কিন্তু সোয়েব বশিরের বল সিরাজ ঠিকভাবে ডিফেন্স করেও তা ঘুরে গিয়ে উইকেট ভেঙে দেয়।

ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “একটা দারুণ অভিজ্ঞতা হল। আমরা ইংল্যান্ডে এর আগে বহুবার এসেছি। এবার প্রথম ওঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হল।” রাজীব শুক্লও বলেন, “উনি এমনভাবে আমাদের সঙ্গে মিশেছেন, একবারও মনে হয়নি, উনি ইংল্যান্ডের রাজা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement