সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড থেকে সিরিজ ড্র করে ফিরছে শুভমান গিলের ‘নতুন ভারত’। সেই রেশে মজে দেশের ক্রিকেটভক্তরা। তবে এরপর কিছুদিনের ‘ছুটি’। তারপর ফের মাঠে নামবে ভারতীয় দল। এই বছর আর কবে কোন ম্যাচ রয়েছে ভারতের? একনজরে রইল চলতি বছরের সূচি।
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। গ্রুপ পর্ব চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। যার মধ্যে দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। অক্টোবরের প্রথমেই আছে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ। তার পরপরই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। অর্থাৎ ফের রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারতের জার্সিতে মাঠে দেখা যাবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবেন সূর্যকুমার যাদবরা। তারপর ভারতেই রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। যার মধ্যে একটি টেস্ট রয়েছে ইডেনে।
ভারতের এশিয়া কাপের সময়সূচি
গ্রুপ পর্ব (৯-১৯ সেপ্টেম্বর ২০২৫)
১০ সেপ্টেম্বর- ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি (দুবাই)
১৪ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম ওমান (আবু ধাবি)
(এরপর সুপার ফোর ও ফাইনাল রয়েছে)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ (ভারতে)
২-৬ অক্টোবর- প্রথম টেস্ট – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
১০-১৪ অক্টোবর- দ্বিতীয় টেস্ট- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ (অস্ট্রেলিয়ায়)
১৯ অক্টোবর- প্রথম ওয়ানডে- পারথ
২৩ অক্টোবর- দ্বিতীয় ওয়ানডে- অ্যাডিলেড
২৫ অক্টোবর- তৃতীয় ওয়ানডে- সিডনি
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ (অস্ট্রেলিয়ায়)
২৯ অক্টোবর- প্রথম টি-টোয়েন্টি- ক্যানবেরা
৩১ অক্টোবর- দ্বিতীয় টি-টোয়েন্টি- মেলবোর্ন
২ নভেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি- হোবার্ট
৬ নভেম্বর- চতুর্থ টি-টোয়েন্টি- গোল্ড কোস্ট
৮ নভেম্বর- পঞ্চম টি-টোয়েন্টি- ব্রিসবেন
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ (ভারতে)
১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইডেন গার্ডেন্স, কলকাতা
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট – বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ (ভারতে)
৩০ নভেম্বর- প্রথম ওয়ানডে- রাঁচি
৩ ডিসেম্বর- দ্বিতীয় ওয়ানডে- রায়পুর
৬ ডিসেম্বর- তৃতীয় ওয়ানডে- বিশাখাপত্তনম
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ (ভারতে)
৯ ডিসেম্বর- প্রথম টি-টোয়েন্টি- কটক
১১ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি- মুল্লানপুর
১৪ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি- ধরমশালা
১৭ ডিসেম্বর- চতুর্থ টি-টোয়েন্টি- লখনউ
১৯ ডিসেম্বর- পঞ্চম টি-টোয়েন্টি- আহমেদাবাদ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.