সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুকজুড়ে বড় বড় করে ইংরেজিতে লেখা ‘ইন্ডিয়া’। নেই পুরনো স্পনসর অর্থাৎ ড্রিম ১১-র নাম। এশিয়া কাপ শুরুর তিনদিন আগে প্রকাশ্যে চলে এল ভারতীয় দলের জার্সি। যা দেখে নেটিজেনরা বলছেন, ‘এরকমই তো হওয়া উচিত ভারতের জার্সি। দেখে গর্ব হচ্ছে।’
এশিয়া কাপের আগেই প্রধান স্পনসর ড্রিম ১১-র সঙ্গে চুক্তি ছিন্ন করেছে বোর্ড। যে কারণে এশিয়া কাপে কোনও স্পনসর ছাড়াই নামছেন সূর্যকুমাররা। ইতিমধ্যে দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়েছেন গিল-বুমরাহরা। সেই প্র্যাকটিস জার্সিতেও কোনও স্পনসর ছিল না। নীল জার্সির মাঝে বড় করে লেখা ছিল ‘ইন্ডিয়া’।
এবার প্রকাশ্যে এল এশিয়া কাপের ম্যাচ জার্সিও। শিবম দুবে ও সহ-অধিনায়ক শুভমান গিলকে সেই জার্সিতে দেখা যায়। যে জার্সি পরে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল, সেই নীল-গেরুয়া জার্সি পরেই এশিয়া কাপে নামবেন সূর্যরা। যেহেতু এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটের, তাই সেই জার্সি পরেই খেলবে ভারতীয় দল। নতুন জার্সি দেখে নেটিজেনরা বলছেন, ‘এবার জার্সিতে কোনও স্পনসর নেই। খাঁটি নীল রং, খাঁটি গর্বের রং। এইভাবেই আমরা এশিয়া কাপে কর্তৃত্ব ফলাব।’ উল্লেখ্য, গতবছর এশিয়া কাপের জার্সিতে স্পনসর ছিল। তবে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুকে স্পনসরের নাম ছিল না।
ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে, মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে। এখন নতুন স্পনসর খুঁজছে ভারতীয় বোর্ড।
TEAM INDIA ASIA CUP 2025 JERSEY WITHOUT SPONSOR..!!
— SHRISTI ROY (@Magadhii_)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.