ছবি বিসিসিআই
স্টাফ রিপোর্টার: ভারতীয় টেস্ট টিমে বিরাট কোহলি, রোহিত শর্মার যুগ শেষ। ব্যাটন এখন কোচ গৌতম গম্ভীর ও নতুন অধিনায়ক শুভমান গিলের হাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ দিয়ে শুরু হতে চলেছে যে জুটির পথচলা। আর লন্ডন পৌঁছে সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে চলেছে ভারত। ডব্লিউটিসি’র শেষ চক্রের সমাপ্তিটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। প্রায় পুরো সময়টাই ফাইনালে ওঠার দৌড়ে থেকেও শেষবেলায় ছিটকে যায় তারা। বলা ভালো শেষ দু’টো সিরিজ, ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়া সফর, খারাপ হওয়ায় পয়েন্ট তালিকায় প্রথম দুই থেকে ছিটকে যায় ভারত। ফলে এবার লর্ডসে ডব্লিউটিসি ফাইনালে ওঠা হয়নি ভারতের। শনিবার থেকে সেই লর্ডসেই ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন গিল, ঋষভ পন্থরা। লর্ডসের ইন্ডোরে নেমে পড়েছে টিম।
ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিও দেখা গিয়েছে, ফিজিক্যাল ট্রেনিং করছেন ক্রিকেটাররা। তারপর মাঠে ফিল্ডিং প্র্যাকটিসও করতে দেখা যায় তাঁদের। অবশ্য সেখানে স্কোয়াডের সব সদস্য ছিলেন না। কারণ কেএল রাহুল, নীতীশকুমার রেড্ডির মতো কয়েকজন সদস্য আপাতত রয়েছেন নর্দাম্পটনে। সেখানে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলছেন তাঁরা। তবে কোচ গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফরা ছিলেন অনুশীলনে। দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লা রুঁ। ২০০২-০৩ সালে বছর দেড়েক ভারতীয় দলের একই ভূমিকায় ছিলেন তিনি। ইংল্যান্ড সফরে ফের দলের সঙ্গে দেখা যাবে তাঁকে। ইংল্যান্ডে ভারতের খেলা টেস্ট সিরিজের নতুন নামকরণ হয়েছে এবার। চেনা ‘পতৌদি ট্রফি’ নয়, এবার লড়াই হবে ‘তেণ্ডুলকর-অ্যান্ডারসন’ ট্রফির জন্য। ইংল্যান্ডের জোফ্রা আর্চার প্রথম টেস্টে খেলবেন না। ওলি স্টোন, মার্ক উড, গাস অ্যাটকিনসনের মতো তারকাও চোটের জন্য সিরিজে অনিশ্চিত।
অন্যদিকে, অবশেষে ভারত ‘এ’ দলের হয়ে রানের দেখা পেলেন অভিমন্যু ঈশ্বরণ। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রান করলেন বাংলার এই ওপেনার। ইংল্যান্ড সফরের দলে থাকলেও ভারত ‘এ’ দলের হয়ে ক্রমাগত ব্যর্থতায় প্রশ্ন উঠছিল তাঁকে নিয়ে। রান পেলেন রাহুলও। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর এদিন ৫১ রান করলেন তিনি। তবে ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল (৫) ও করুণ নায়ার (১৫)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩/৪। তার আগে লায়ন্সের প্রথম ইনিংস থামে ৩২৭ রানে। এদিনও বৃষ্টিতে বারবার বন্ধ থাকল ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড লায়ন্সের স্কোর ছিল ১৯২/৩। সেভাবে চাপ বাড়াতে পারেননি ভারতীয় বোলাররা। কিন্তু এদিন প্রথম সেশনে প্রতিপক্ষের মিডল অর্ডার গুঁড়িয়ে দিলেন তাঁরা। বিশেষত খলিল আহমেদের (৪/৭০) দাপটে ২১৯/৩ থেকে দ্রুত ২২৯/৭ হয়ে যায় লায়ন্সের স্কোর। এই চাপ অবশ্য ধরে রাখতে পারেনি ভারত ‘এ’ দল। যার ফলে ২৪৩/৮ থেকে শেষ দুই উইকেটে ৮৪ রান করেন জশ টাঙ্গ (৩৬ নঃআঃ), ফারহান আহমেদরা (২৪)। দু’টি করে উইকেট নিয়েছেন অংশুল কম্বোজ (২/৫৬) ও তুষার দেশপাণ্ডে (২/৬২)। ভারত প্রথম ইনিংসে তোলে ৩৪৮।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ‘এ’ : ৩৪৮ ও ১৬৩/৪ (অভিমন্যু ৮০, রাহুল ৫১, ওকস ২/৩১)।
ইংল্যান্ড লায়ন্স : ৩২৭ (এমিলিও ৭১, জর্ডন ৪৪, খলিল ৪/৭০)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.