ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে পতৌদির নাম সরিয়ে ফেলা হবে কিনা, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে ইসিবি একপ্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে, ট্রফির নাম বদলে হবে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। সেই মতো এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু। এই শোকের আবহে ট্রফি উন্মোচন অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল।
শনিবার, লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই যৌথভাবে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সিরিজ। তার আগেই কোনও না কোনও দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠান হবে মনে মনে করছে ওয়াকিবহাল মহল।
এক ইসিবি কর্তা সংবাদমাধ্যমকে বলেন, “WTC ফাইনালের চতুর্থ দিনে আজ ট্রফি উন্মোচনের কথা ছিল। কিন্তু আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কারণে এটি স্থগিত করা হয়েছে। শীঘ্রই ঘোষণা করা হবে ট্রফি উন্মোচনের নতুন দিনক্ষণ।”
ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে পতৌদির নাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। কিন্তু বিসিসিআই পুরোপুরি ‘নবাব’দের স্মৃতি মুছে ফেলতে চায় না। যেভাবেই হোক ভারত ও ইংল্যান্ড টেস্টে পতৌদির নামটা জুড়ে রাখতে চাইছে ভারতীয় বোর্ড। সেই লক্ষ্যে ইসিবিকে একটি অনুরোধও করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে ইংল্যান্ড ক্রিকেটকে অনুরোধ করা হয়েছে, অন্তত ম্যাচের শেষে যে পুরস্কারগুলি দেওয়া হয়, সেগুলির মধ্যে একটি ট্রফির নাম পতৌদির নামে করা হোক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.