সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্ট শুরু হওয়ার পর দু’সপ্তাহও কাটল না, একের পর এক দুরন্ত ম্যাচের সাক্ষী থাকছে এবারের আইপিএল। রবিবার শারজাতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) ম্যাচও ছিল এককথায় আইপিএল ক্লাসিক। কিংসরা স্কোরবোর্ডে তুলল ২২৩ রান। আর রয়্যালস সফলভাবে রান তাড়া করে শেষপর্যন্ত জিতেও গেল সেই ম্যাচ। পাশাপাশি IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজিরও গড়ে ফেলল তাঁরা।
তবে এসবের থেকেও ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন রাহুল টেওটিয়া। সঞ্জু স্যামসন দলের জয়ের ভিত গড়লেও মূল্যবান সময়ে ৩১ বলে ৫০ রান করে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিলেন রাহুলই। এর মধ্যে আবার যুবরাজের এক ওভারে ছ’টি ছয় মারার স্মৃতিও উসকে দিলেন। ক্যারিবিয়ান তারকা শেলডন কটরেলকে নিজেদের ইনিংসের ১৮ তম ওভারে পাঁচটি ছয় মারেন রাহুল। মাঝে একটি বলে কোনও রান আসেনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুবরাজের ইনিংসের প্রসঙ্গ টেনে আনেন। কেউ আবার মজার মিমও তৈরি করেন। এমনকী টুইট করেন খোদ যুবরাজ সিংও (Yuvraj Singh)।মজা করেই ধন্যবাদ জানান, ওই একটি বল মিস করার জন্য ধন্যবাদ। রাহুলের ইনিংসের প্রশংসা করেছেন বীরেন্দ্র শেহওয়াগও (Virender Sehwag)।
Mr na bhai na 😅 thanks for missing one ball ! What a game congratulations to rr for a spectacular win !!! great knock brilliant !
— Yuvraj Singh (@YUVSTRONG12)
Tewatia mein Mata aa gayi.
What a redemption. Such is cricket and such is life, changes within minutes.— Virender Sehwag (@virendersehwag)
এদিকে, ম্যাচ হারলেও নজর কেড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ক্রিকেটার। প্রথমজন, ওপেন করতে নেমে শতরান করা মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। এবং দ্বিতীয়জন, ফিল্ডিংয়ের সময় অসাধারণ একটি ওভার বাউন্ডারি বাঁচানো ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। পুরানের ওই সেভটির প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ নেটিজেনরা। এমনকী প্রশংসা করে টুইট করেছেন খোদ শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)।
দেখুন কী বলেছেন শচীন:
Catch 🔥😰
This is Tribute for BAZZ birthday ❤️— ᴊᴀᴍᴇꜱ ᴡᴀʟᴋᴇʀ ᴄsᴋ (@JamesWalker_Off)
This is the best save I have seen in my life. Simply incredible!! 👍
— Sachin Tendulkar (@sachin_rt)
This is the best save I have seen in my life. Simply incredible!! 👍
— Sachin Tendulkar (@sachin_rt)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.