স্টাফ রিপোর্টার: এতদিন ফাইনালের রাতেই আইপিএল নিয়ে বোর্ডের যাবতীয় নিয়মনীতি শেষ হয়ে যেত। ট্রফি জয়ী দল কীভাবে উদযাপন করবে, তার পুরোটাই ছিল সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি এবং রাজ্য ক্রিকেট সংস্থার বিষয়। তবে বেঙ্গালুরুর ঘটনার পর এবার বদলে যেতে পারে সেই ছবিটা। আগামী বছর থেকে উদযাপন নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হতে পারে। ট্রফি জয়ের পর কীভাবে উদযাপন হবে, তার পরিকল্পনা জানিয়ে রাখতে হবে বোর্ডকে।
কেন এই সিদ্ধান্ত? এমনিতে আইপিএল জয়ের উদযাপনে কোনও হস্তক্ষেপ করে না বোর্ড। উদযাপন করা হবে কি হবে না, হলেও কীভাবে হবে– পুরোটাই ছিল ফ্র্যাঞ্চাইজির বিষয়। সিদ্ধান্ত নিত তারাই। তবে বেঙ্গালুরুতে ১১ জনের মৃত্যুর পর সমালোচনার মুখে পড়ছে বোর্ডও। সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও। যা নিয়ে বোর্ডের একাংশ মনে করছে, কোনও ভূমিকা না থাকার পরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে বোর্ডের।
ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য আগে থেকেই পদক্ষেপ করা প্রয়োজন। সেই মনোভাবের সূত্রেই উদযাপন নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই নির্দেশিকা অনুযায়ী, জয়ী ফ্র্যাঞ্চাইজি উদযাপনে কী করবে, কোথায় করবে, সবটাই জানিয়ে রাখতে হবে বোর্ডকে।
অন্যদিকে, বেঙ্গালুরুর মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে শচীন তেণ্ডুলকর টুইট করেন, ‘বেঙ্গালুরুর ঘটনায় শোক প্রকাশের ভাষা নেই। ক্ষতিগ্রস্তদের আন্তরিক সমবেদনা জানাই। সকলের শান্তি ও শক্তি কামনা করি।’ ভারতীয় কোচ গৌতম গম্ভীরও বলেছেন, “আমি এভাবে উদযাপনের পক্ষে নই কখনোই। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও এমন কিছু চাইনি। বরং স্টেডিয়ামে বন্ধ দরজার মধ্যে উদযাপন হোক। আশা করছি, পরবর্তীতে এমন কিছু হবে না। তাছাড়া আরও সচেতন হতে হবে। সাধারণ নাগরিক হিসাবে, ফ্র্যাঞ্চাইজি হিসাবে। রোড শো করার মতো পরিস্থিতি না থাকলে করার প্রয়োজন নেই। ১১টা প্রাণ যাওয়ার কোনও ব্যাখ্যা হয় না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.