Advertisement
Advertisement
Mohammad Nabi

বাবা-ছেলের লড়াই দেখল ক্রিকেটবিশ্ব, আফগান কিংবদন্তি নবির বলে বিরাট ছক্কা ছেলের

বেশ কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছেন ১৮ বছরের এই ক্রিকেটার।

The cricket world witnessed a father-son battle, with the son hitting a huge six off Mohammad Nabi
Published by: Prasenjit Dutta
  • Posted:July 23, 2025 2:59 pm
  • Updated:July 23, 2025 2:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগান লিগে বাবা-ছেলের লড়াই দেখল ক্রিকেটবিশ্ব। সেখানে বাবার প্রথম বলে বিশাল ছক্কা হাঁকালেন ছেলে। তিনি অবাক হয়ে দেখলেন, সাদা বল উড়ে যাচ্ছে গ্যালারিতে। ছক্কা হাঁকালেন হাসান ইসাখিল। আর যাঁর বলে তিনি ওভার বাউন্ডারি মারলেন, তিনি আফগান ক্রিকেটের কিংবদন্তি, মহম্মদ নবি। তাঁরই ছেলে হাসান।

Advertisement

কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের শাপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল এমআইএস আইনাক রিজিয়ন এবং আমো শার্কস। আইনাক রিজিয়নে খেলেন মহম্মদ নবি। প্রতিদ্বন্দ্বী দলে খেলেন হাসান। শার্কসের হয়ে ওপেন করতে নেমেছিলেন তিনি। নবম ওভারে বল করতে আসেন নবি। কিন্তু ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন বাবার বল অবলীলায় গ্যালারিতে পাঠিয়ে দেন হাসান। ওই ওভারে ওঠে ১২ রান। এরপর আর বল করতে আসেননি নবি।

গত মাসে ১৮-তে পা রেখেছেন হাসান। তিনি করেন ২৩ বলে ৩৪ রান। ছেলেকে এমন বিশাল ছক্কা হাঁকাতে দেখে হতভম্ব হয়ে যান নবি। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন ধারাভাষ্যকাররা। এক ধারাভাষ্যকার বলেন, “দারুণভাবে বাবাকে স্বাগত জানালেন হাসান।” আর-এক ধারাভাষ্যকার বলে ওঠেন, “দুর্দান্ত মুহূর্ত! বাবা বল করছে ছেলেকে। আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে যেন বুঝিয়ে দিল, তুমি আমার বাবা। মাঠের বাইরে তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু এমন বল করলে আমি মাঠের বাইরে ফেলবই।”

বেশ কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছেন হাসান। ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলেন হাসান। তাছাড়াও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাওন রয়েছে তাঁর। ২০২৪ সালে কাবুল প্রিমিয়ার লিগে ৫১ বলে ১৫৬ রান করে হইচই ফেলে দিয়েছিলেন এহেন হাসান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ