ছবি দেবাশিস সেন
স্টাফ রিপোর্টার: ম্যাঞ্চেস্টারে শেষ দিন রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের লড়াই তাঁকে মুগ্ধ করেছে। অনেকেই বলাবলি করছেন, টেস্ট ড্র হল ঠিকই। তবে নৈতিক জয় পেয়েছে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, ম্যাঞ্চেস্টারের ড্র শুভমান গিলের টিমকে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে রাখবে।
বৃহস্পতিবার থেকে ওভালে সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে। ম্যাচটা ভারতীয় টিমের কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র-ও চলবে না। শুভমানরা জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। তবে ম্যাঞ্চেস্টার টেস্ট ভারতীয় টিমের বিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। সৌরভ বলছিলেন, “অবশ্যই এই জয় ভারতকে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে দেবে। ওভালে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে ভারত। ওরকম পরিস্থিতি কী দুর্ধর্ষ ব্যাটিং করল। শুভমান সেঞ্চুরি করেছে। রাহুল রান করছে। তবে জাদেজা আর ওয়াশিংটনের কথা আলাদাভাবে বলতে হবে। কঠিন সিচুয়েশনে একবারের জন্য প্যানিক করেনি। বরং মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করেছে। একটা খারাপ শট খেলেনি। ওই টেস্ট হারলে সব শেষ হয়ে যেত। চাপটা ওদের উপর কী ছিল ভাবতে পারছেন। সেখান থেকে ওরকম ইনিংস দু’জনের। অবিশ্বাস্য।”
ইংল্যান্ডে দু’একটা ইনিংস ছাড়া প্রায় সব ইনিংসেও বড় রান করেছে ভারত। বিদেশের মাঠে ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি চিন্তা থাকে ভারতীয় টিমের। সৌরভের মতে, অনেক দিন পর বিদেশের মাঠে ভারতীয় ব্যাটাররা এত রান করছেন। বলছিলেন, “আমি কালেক্টিভ ব্যাটিং এফোর্টের কথা বলছি। চারটে টেস্ট দেখুন সবাই মিলে রান করছে। শুভমান সাতশোর উপর রান করে ফেলেছে। চারটে সেঞ্চুরি। রাহুল পাঁচশো। ঋষভ পন্থ ৪৭৪। জাদেজা সাড়ে চারশো। যশস্বীর একটা সেঞ্চুরি, দু’টো হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে। আমি টিমের ব্যাটিং এফোর্টের কথা বলছি। অনেক দিন পর বিদেশের মাঠে টিম হিসাবে ভারত এমন ব্যাটিং দাপট দেখাচ্ছে।”
ওভাল টেস্টের আগে ইংল্যান্ড আরও বেশি চাপে পড়ে গিয়েছে। অধিনায়ক বেন স্টোকস ছিটকে গিয়েছেন। জোফরা আর্চার নেই। সৌরভ অবশ্য বিপক্ষে কে আছে আর কে নেই, সেসব নিয়ে মাথা ঘামাতে চান না। তাঁর কথায়, “ওভাল টেস্ট ভারত জিততেই পারে। তবে তার জন্য ভালো বোলিং করতে হবে। আগেই বললাম এবার আমাদের টিমের ব্যাটিং দারুণ হচ্ছে। বোলারদের একটু ভালো বোলিং করতে হবে।”
রোহিত শর্মা, বিরাট কোহলিরা টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুভমানের নেতৃত্বে তরুণ ব্রিগেড নিয়ে ইংল্যান্ড সিরিজ খেলছে। সৌরভের কথায়, ইংল্যান্ড দল বেশ ভালোই খেলছে। তবে এই টিমকে সময় দিতে হবে। বললেন, “দেখুন নতুন একটা টিম। নতুন টেস্ট ক্যাপ্টেন। ফলে একটু তো সময় দিতেই হবে ওদের। তাছাড়া ইংল্যান্ড দল ভালোই খেলছে। এখন আমার বরং আফসোস হচ্ছে। লর্ডসে ভারতের জেতা উচিত ছিল। ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংস জাদেজারা যেরকম ব্যাটিং করল, তাতে এখন শুভমানরাও লর্ডস টেস্ট হারের জন্য আফসোস করছে। যে টিম ওরকম ব্যাটিং করে, তাদের কিন্তু ১৯০ রান তাড়া করা উচিত ছিল। টার্গেট খুব একটা কঠিন ছিল না। একটু দেখেশুনে ব্যাটিং করতে হত। যে ধৈর্য ম্যাঞ্চেস্টারে ভারত দেখিয়েছে, সেটা লর্ডসে করতে পারলেই জয় নিশ্চিত ছিল। লর্ডসে জিতে গেলে ভারত ইংল্যান্ড থেকে সিরিজ জিতেও ফিরতে পারত। যাই হোক, এখন আর সেসব ভেবে লাভ নেই। বরং শুভমানদের বলব ওভাল টেস্ট জয়ের জন্য তোমরা অলআউট ঝাঁপাও।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.