ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: বুধবারই লোকসভায় ‘ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল’ পেশ করেছেন দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া। নতুন এই বিলে জাতীয় ক্রীড়া আদালত এবং জাতীয় ক্রীড়া পর্ষদ গঠন, ক্রীড়া প্রশাসকদের বয়স ও মেয়াদের ঊর্ধ্বসীমা-সহ বিভিন্ন নতুন নিয়ম রয়েছে। আর সেই সঙ্গেই বিলের একটি ধারায় উল্লেখ করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অ্যাথলিটদের ব্যক্তিগত বা দলগত প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে।
আর এই ধারা নিয়েই শুরু হয়েছে আলোচনা। মনে করা হচ্ছে, মূলত পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়টি মাথায় রেখে এই ধারা যোগ করা হয়েছে। এমনিতে কোনও খেলাতেই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না এই দুই দেশ। তবে বিভিন্ন মহাদেশীয় বা বৈশ্বিক প্রতিযোগিতায় ম্যাচ খেলে। অর্থাৎ যেসব ম্যাচ বাধ্যতামূলক, সেগুলিতেই ভারত পাকিস্তানের মুখোমুখি হয়। এমনকী ক্রিকেটে ম্যাচ খেলতে পাকিস্তানেও যেতে রাজি থাকে না ভারত। যার ফলে ২০২৩ এশিয়া কাপ বা এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে হাইব্রিড মডেলে।
দু’টো প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান হলেও ভারত ম্যাচ খেলেছে যথাক্রমে শ্রীলঙ্কা ও দুবাইয়ে। আপাতত পাকিস্তানও তাদের কোনও ক্রিকেট টিমকে পরবর্তীতে ভারতে পাঠাবে না বলে ঘোষণা করেছে। ফলে এবছর মহিলাদের বিশ্বকাপে আয়োজক ভারত হলেও পাকিস্তান ম্যাচ খেলবে কলম্বোয়। অন্যান্য খেলায় অবশ্য দুই প্রতিবেশী একে অপরের দেশে যায়। তবে বাধ্যতামূলক নয়, এমন ম্যাচে ভারত-পাক লড়াই হয়ই না প্রায়। যেমন প্রাক্তন ক্রিকেটারদের লিগে সম্প্রতি এমন একটি ম্যাচ বাতিল করা হয় ভারতীয় তারকাদের আপত্তিতে।
এবার সেই পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি মাথায় রেখেই বিলে বিশেষ ধারা যোগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ধারায় বলা হয়েছে, ‘বিশেষ পরিস্থিতিতে এবং জাতীয় স্বার্থে কেন্দ্রীয় সরকার কোনও জাতীয় দল বা ব্যক্তির আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।’ অর্থাৎ, এই নতুন বিল আইনে পরিণত হলে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে যাবে। ক্রীড়া মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, ‘এই ধরনের পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে দেওয়ার ক্ষেত্রে এটা বড় পদক্ষেপ। বিভিন্ন সময়ে ক্রীড়াক্ষেত্রে জাতীয় স্বার্থরক্ষা সংক্রান্ত প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারকেই পড়তে হয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের হাতে থাকা উচিত।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.