ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই IPL-এর আরও একটি মরশুম। করোনা অতিমারীর কারণে গত বছর দুবাইয়ে (Dubai) হলেও এবার তা আয়োজিত হতে চলেছে দেশের মাটিতেই। বৃহস্পতিবারই ছিল মিনি নিলাম পর্ব। সেখানেই আটজন নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
কয়েকদিন আগেই টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম এবং সিদ্ধেশ ল্যাডকে ছেড়ে দিয়েছিল কলকাতা। এদিন শুরুতেই শাকিব আল হাসানকে দলে নেয় কলকাতা। এর আগেও নাইটদের দলে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডারটি। এবার ফের পুরনো দলেই প্রত্যাবর্তন হল তাঁর। শাকিবকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় পেল কিং খানের দল। এরপর প্রথম দফায় অবিক্রিত থেকে শেষমেশ ২ কোটি টাকায় নাইট শিবিরে এলেন হরভজন সিং। ৭৫ লক্ষ টাকায় বেন কাটিংকেও কিনেছে নাইটরা। এছাড়া পরবর্তীতে শেলডন জ্যাকসন (২০ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), পবন নেগি (৫০ লক্ষ), ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ), বৈভব আরোরাকে (২০ লক্ষ) দলে নেওয়া হয়েছে। তবে গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর।
এদিকে, এদিন কেকেআরের নিলামের টেবিলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী। খোদ জুহি সেই ছবি শেয়ার করেন। আর এটা দেখার পর অনেকেই প্রশংসা করেন। কেউ কেউ আবার আরিয়ানের সঙ্গে শাহরুখের মিলও খুঁজে পান।
So happy to see both the KKR kids, Aryan and Jahnavi at the Auction table .. 🙏😇💜💜💜
— Juhi Chawla (@iam_juhi)
Are you sure it’s Aaryan and not ?
— Nautanki Saala (@RediffMale)
it’s time to handover the charge with new generation, both look great!
— Ashfak Azar (@AshfakA)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.