Advertisement
Advertisement
RCB

‘ওরা কি বোকা!’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তোপ ললিত মোদির, কেন?

কোন বিষয়টিকে 'বড় বোকামি হবে' বলে সুর চড়িয়েছেন তিনি?

'They are Stupid!' Lalit Modi slams Royal Challengers Bengaluru
Published by: Prasenjit Dutta
  • Posted:August 30, 2025 9:32 am
  • Updated:August 30, 2025 9:34 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরই ১৭ বছর অপেক্ষার পর প্রথম আইপিএল জয়ের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, মালিকানা বদলের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী দলটার নাম কিন্তু আরসিবি-ই। সম্প্রতি জানা গিয়েছিল, বিক্রির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবি’র। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১৭,৬৩৭ কোটি টাকা। এই পরিস্থিতিতে বোমা ফাটালেন আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদি। দেশজুড়ে আরসিবি’র জনপ্রিয়তার প্রশ্নাতীত। তাই দুই বিলিয়ন ডলারের কম দামে যদি ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটা ‘বড় বোকামি’ হবে বলে সুর চড়িয়েছেন ললিত।

Advertisement

আইপিএলের প্রথম মরশুমের আগে ১১১.৬ মিলিয়ন ডলারে কেনা হয় আরসিবি। সেই সময় সবচেয়ে ব্যয়বহুল দল হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক পরেই ছিল বেঙ্গালুরু। বিয়ন্ড২৩ পডকাস্টে মাইকেল ক্লার্ককে ললিত মোদি বলেন, “ওরা কি বোকা? যদি ২ বিলিয়ন ডলারের কম দামে আরসিবি’কে বিক্রি করতে চায়, তাহলে সেটা বড় বোকামিই হবে। কারণ এর ব্র্যান্ড ভ্যালু প্রত্যেক বছর বাড়বে। যেমন পরের বছর হলে ২.৫ বিলিয়ন। দু’বছর পর হলে ৩ বিলিয়ন। চার বছর পর ৪ বিলিয়ন ডলার। এটা আমি লিখে দিতে পারি।”

তাঁর সংযোজন, “আইপিএলের বয়স ১৮ বছর। এই লিগ ঘিরে সমর্থকরা খুবই উৎসাহী। উন্মাদনাও বাড়ছে। আরসিবি’র জয়ের পর কর্নাটকে পদদলিত হওয়ার যে ঘটনা, তা খুবই দুর্ভাগ্যজনক।” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ‘নেপথ্য মস্তিষ্ক’ হিসেবে পরিচিত ললিত। পুরনো সেই সব দিনের কি অভাব অনুভব করেন? তাঁর মন্তব্য, “এটা ঠিক যে মিস করি। এগুলো আসলে ভোলা যায় না। আইপিএলের প্রতিটি ম্যাচ দেখি। কিন্তু জীবনে কিছুই স্থায়ী নয়। আমি এর একটি অংশ। যা কখনই কেড়ে নেওয়া যাবে না। জীবনে এগিয়ে যেতে হবে। অন্যদেরও এগিয়ে যেতে দিতে হবে।”

এখানেই শেষ নয়। এরপর এককদম এগিয়ে তিনি বলেন, “আমাকে নিয়ে অনেক ঈর্ষা তৈরি হয়েছিল। ভারতে কাঁকড়ার মানসিকতা আছে। তারা আপনাকে টেনে নামিয়ে দেবেই। আমার পরিবার বিপদে ছিল। আমিও বিপদে ছিলাম।” তবে এ কথা বলে তিনি কাদের বিঁধেছেন, তা অবশ্য উহ্য রেখেছেন ললিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ